পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কুলাউড়া (পুসাক) এর কমিটি গঠন
- আপডেটের সময় : ১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
- / ৩৬৫ টাইম ভিউ
বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেলে পড়ুয়া কুলাউড়া উপজেলার শিক্ষার্থীদের সমন্বয়ে আগামী এক বছরের জন্য পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কুলাউড়া (পুসাক) এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ২৫ জুলাই সংগঠনের প্রতিষ্ঠাতা আহবায়ক মো. এনামুল হাসান কাওছার (জবি) ও সদস্য সচিব মুমতাহিন চৌধুরী (শাবিপ্রবি) এর স্বাক্ষরিত ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশিত হয়।
উক্ত কমিটিতে সভাপতি পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারজান আহমেদ ও সাধারণ সম্পাদক পদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাজহারুল ইসলাম তানবীরকে মনোনিত করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ সভাপতি পদে জুবায়ের আহমেদ (ঢাবি), সহ সভাপতি পদে নাহিদুল করিম চৌধুরী (সাসমেক), সিদ্দিকুর রহমান (শেহামেক), প্রসেনজিৎ নাগ (ঢামেক), আবু সুফিয়ান মুন্না (ঢাবি), আব্দুল্লাহ আল মোহিত রাঈম (চবি), সৈয়দা সাজেদা খসরু নিশা (সিকৃবি), সানজিদা ইয়াসমিন লিজা (কুবি), যুগ্ম সাধারণ সম্পাদক পদে ফারদিন হাসান নিশাদ (সিওমেক), মিল্টন দাস (শেহামেক), সৈয়দ ফারহান আলী (সিওমেক), সাইদ ইব্রাহিম (শসৈনইমেক), ফাহিম শাহরিয়ার মাক্কী (রুয়েট), ইসতিয়াক হাসান (চবি), মেহেদী হাসান ফাহিম (রাবি), মোঃ আমিরুল হক শাহান (জাবি), সামছুল উদ্দিন লিমন (বাকৃবি), সুনির্মল মল্লিক (জাবি), ইসরাত জাহান শশী (শেকৃবি), সাংগঠনিক সম্পাদক পদে রুহুল ইসলাম (জাবি), সহ সাংগঠনিক সম্পাদক পদে ইমদাদুল হক সৌরভ (বুয়েট), হাফিজুর রহমান মুর্শেদ (জবি), অনিক সরকার (শাবিপ্রবি), সুমাইয়া ইসলাম (ঢাবি), মো: সাদিকুর রহমান (বুটেক্স), চৈতি গৌড় (শাবিপ্রবি), নীলাঞ্জন চক্রবর্তী (সিওমেক),
শিক্ষা বিষয়ক সম্পাদক পদে সৌমিক আহমেদ (বুটেক্স), মানতাকা পৌষি (শাবিপ্রবি) উপ শিক্ষা বিষয়ক সম্পাদক পদে মোঃ জিল্লুর রহমান (রমেক), মোঃ আব্দুস সামাদ (ঢাবি), অর্থ সম্পাদক : শিবলী সাদিক সজীব (শাবিপ্রবি), উপ অর্থ সম্পাদক : মুসা আহমেদ ইমন (কমামেক), দপ্তর সম্পাদক : সাইফুর রহমান (ববি), উপ দপ্তর সম্পাদক : মোঃ জুবেল হোসাইন (ইবি), প্রচার ও প্রকাশনা সম্পাদক : গৌতম মল্লিক (ঢাবি), উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক : রিদিমা সুলতানা শৈলী (জবি), সমাজ কল্যাণ সম্পাদক : আব্দুল মুহিত ইকরাম (ঢাবি), উপ সমাজ কল্যাণ সম্পাদক : তাবাসসুম রহমান (সিওমেক), ক্রীড়া সম্পাদক : মোঃ আব্দুস সামাদ (শাবিপ্রবি), উপ ক্রীড়া সম্পাদক : মোঃ মাসুদ আলম (ফমেক), কার্যকরী সদস্য : হুমায়রা তাবাসসুম (শজিমেক), লাবিব তাজওয়ার নাহী (সিওমেক), শুভশ্রী দেব শ্রেয়া (জবি), এনামুল হাসান (সিওমেক)।