কানিহাটি বহুমূখী উচ্চ বিদ্যালয়ে বর্নিল আয়োজনে বর্ষবরণ উদযাপন
- আপডেটের সময় : ০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০১৯
- / ১৩৫৯ টাইম ভিউ
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে উৎসবমুখর পরিবেশে বরণ করা হলো বাংলা নববর্ষ ১৪২৬। সকাল ১০টায় বিদ্যালয়ের সম্মুখ সড়কে র্যালী ও বিদ্যালয়ের হল রুমে সাংস্কৃতিক অনুষ্টানের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কানিহাটি বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজল উদ্দিন আহমদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ওয়াদুদ বক্স, অভিভাবক সদস্য মোঃ ছয়ফুল আলম সাইফুল, মোঃ মাজহারুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মোঃ আব্দুর রকিব, মোঃ হেলাল আহমদ, প্রবাসী দেলওয়ার হোসেন প্রমুখ।
উক্ত অনুষ্টানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ছয়ফুল আলম সাইফুল প্রবাসী দেলওয়ার হোসেনের কাছে একসেট মাইক বিদ্যালয়ে দেওয়ার দাবী করলে তিনির দাবীর প্রেক্ষিতে প্রবাসী দেলওয়ার হোসেন একসেট মাইক বিদ্যালয়ে দেওয়ার ঘোষনা দেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতি প্রবাসী দেলওয়ার হোসেনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।