ঢাকা , রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
আপডেট :
ইরানের সাহস দেখলো পুরো বিশ্ব,যুক্তরাষ্ট্র টের টের পেলো ইরানের শক্তি ৫ বছরে নাগরিকত্ব কে ১০ বছর নিয়ে যে সিদ্ধান্ত নিচ্ছে পর্তুগাল বিপুল আনন্দ উল্লাসে শরীফপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন তোমার পরীক্ষা না নিলে,দেশবাসী তোমার পার্শ্বে – এডভোকেট আবেদ রাজা কুলাউড়ায় বিএনপির প্রার্থী চায় স্হানীয় নেতা কর্মিরা পর্তুগাল বিএনপির আসন্ন কমিটি এম এ হাকিম মিনহাজের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ঘোষণা পর্তুগালের আলমাদা তে সন্ত্রাসীর গুলিতে সিলেটের যুবক নিহত ৭ জন পর্তুগালের নাগরিক সহ ভারতের গুজরাতে বিমানের বিধ্বস্ত কুলাউড়া সহ প্রবাসীদের আবেদ রাজা’র ঈদ শুভেচ্ছা ড, সাইফুল আলম চৌধুরী’র ঈদুল আযহা’র শুভেচ্ছা

এক মাসের মধ্যে এমপিওভুক্তি: শিক্ষামন্ত্রী

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ
  • আপডেটের সময় : ১০:১৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০১৯
  • / ৯৯৯ টাইম ভিউ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন আগামী একমাসের মধ্যে ননএমপিও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির সিদ্ধান্ত নেওয়া হবে। শনিবার বিকেলে নকলা উপজেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান চন্দ্রকোনা রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষাখাতে পুঁজি, বিনিয়োগের চেয়ে আর কোন ভালো বিনিয়োগের জায়গা নেই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষাখাতে পুঁজি বিনিয়োগকে অগ্রাধিকার দিয়ে জিডিপির কমপক্ষে শতকরা ৪ ভাগ এ খাতে খরচ করার নির্দেশ দিয়েছিলেন। বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থায় বৈপ্লবিক উন্নতি সাধন করলেও জিডিপিতে বরাদ্দ এর শতকরা ২ ভাগ।’

তিনি বলেন, ‘বাংলাদেশ আজ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল, আমাদের প্রধানমন্ত্রী মনে করেন দেশ ভালো থাকলেই দেশের মানুষ ভালো থাকবে। তাই তিনি সব সময় দেশের উন্নয়নে স্বপ্ন দেখেন। প্রধানমন্ত্রীর স্বপ্নের ধারাবাহিকতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ ও মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপনসহ বিশ্বকে তাক লাগানো বিভিন্ন কাজ এ সরকার বাস্তবায়ন করছে।’

শিক্ষামন্ত্রী বলেন, আগামী ১ এপ্রিল থেকে সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট কেউ অন্যায় সুবিধা নেওয়ার চিন্তা করে প্রশ্নফাঁসের মতো জঘন্য কাজে জড়িত হবেন না। সততা ও নৈতিকতার ভিত্তিতে পরীক্ষার দায়িত্ব পালন করবেন। প্রতারকরা ইন্টারনেটের মাধ্যমে প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে অবৈধ অর্থ উপার্জনের চেষ্টা করে। কেউ প্রতারণার ফাঁদে পা দিবেন না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. গাজী হাসান কামাল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক মোফাখ্খারুল ইসলাম, ঢাকা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তাসলিমা খাতুন ও শেরপুরের জেলা প্রশাসক আনার কলী মাহবুব প্রমুখ।

পোস্ট শেয়ার করুন

এক মাসের মধ্যে এমপিওভুক্তি: শিক্ষামন্ত্রী

আপডেটের সময় : ১০:১৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০১৯

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন আগামী একমাসের মধ্যে ননএমপিও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির সিদ্ধান্ত নেওয়া হবে। শনিবার বিকেলে নকলা উপজেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান চন্দ্রকোনা রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষাখাতে পুঁজি, বিনিয়োগের চেয়ে আর কোন ভালো বিনিয়োগের জায়গা নেই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষাখাতে পুঁজি বিনিয়োগকে অগ্রাধিকার দিয়ে জিডিপির কমপক্ষে শতকরা ৪ ভাগ এ খাতে খরচ করার নির্দেশ দিয়েছিলেন। বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থায় বৈপ্লবিক উন্নতি সাধন করলেও জিডিপিতে বরাদ্দ এর শতকরা ২ ভাগ।’

তিনি বলেন, ‘বাংলাদেশ আজ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল, আমাদের প্রধানমন্ত্রী মনে করেন দেশ ভালো থাকলেই দেশের মানুষ ভালো থাকবে। তাই তিনি সব সময় দেশের উন্নয়নে স্বপ্ন দেখেন। প্রধানমন্ত্রীর স্বপ্নের ধারাবাহিকতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ ও মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপনসহ বিশ্বকে তাক লাগানো বিভিন্ন কাজ এ সরকার বাস্তবায়ন করছে।’

শিক্ষামন্ত্রী বলেন, আগামী ১ এপ্রিল থেকে সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট কেউ অন্যায় সুবিধা নেওয়ার চিন্তা করে প্রশ্নফাঁসের মতো জঘন্য কাজে জড়িত হবেন না। সততা ও নৈতিকতার ভিত্তিতে পরীক্ষার দায়িত্ব পালন করবেন। প্রতারকরা ইন্টারনেটের মাধ্যমে প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে অবৈধ অর্থ উপার্জনের চেষ্টা করে। কেউ প্রতারণার ফাঁদে পা দিবেন না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. গাজী হাসান কামাল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক মোফাখ্খারুল ইসলাম, ঢাকা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তাসলিমা খাতুন ও শেরপুরের জেলা প্রশাসক আনার কলী মাহবুব প্রমুখ।