কুলাউড়ায় ভোরের ডাকের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- আপডেটের সময় : ০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০১৯
- / ৮২৩ টাইম ভিউ
ছয়ফুল আলম সাইফুলঃ মৌলভীবাজারের কুলাউড়ায় দৈনিক ভোরের ডাক পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২০ মার্চ) দুপুরে সাপ্তাহিক মানব ঠিকানার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কেক কাটার মধ্য দিয়ে ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এসময় বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের ডাক পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি মো. নাজমুল ইসলামের সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সভাপতি মোক্তাদির হোসেন, যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, সাপ্তাহিক মানব ঠিকানার বার্তা সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, সাপ্তাহিক মানব ঠিকানার সাহিত্য সম্পাদক শহীদুল ইসলাম তনয়, সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকার বার্তা সম্পাদক এস আলম সুমন, মানব জমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, মানবকণ্ঠ প্রতিনিধি জসীম চৌধুরী, খোলাকাগজ প্রতিনিধি মো. তাজুল ইসলাম, ডেইলিবিডিমেইল সম্পাদক এ কে এম জাবের, সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমদ,সাংবাদিক সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রিয় কুলাউড়ার সহ-সম্পাদক নাজমুল বারী সুহেল, দি বাংলাদেশ টুডে প্রতিনিধি শাকির আহমদ, আমার কুলাউড়ার সম্পাদক জীবন রহমান, কালেরকণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, কাজির বাজার প্রতিনিধি শাহ আলম, দৈনিক গণজাগরণ প্রতিনিধি এনামুল আলম প্রমুখ। এসময় উপস্থিত সবাই দৈনিক ভোরের ডাক পত্রিকার দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আরও এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করেন