সুলতান মনসুরকে ধন্যবাদ জানালেন শেখ হাসিনা
- আপডেটের সময় : ০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯
- / ১২৭৪ টাইম ভিউ
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ ধানের শীষ প্রতীকে নির্বাচিত প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুরকে শপথ নিয়ে জাতীয় সংসদে যোগ দেয়ায় ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব এবং প্রথম অধিবেশনের সমাপনী বক্তৃতায় তিনি এ ধন্যবাদ জানান।
বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত সংসদ সদস্যদের সংসদে আসার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। জনগণের ভোটের প্রতি সম্মান জানিয়ে সংসদে এসে যা বলার কথা বলুন, আমরা কোনো বাধা দেব না।’
সুলতান মনসুরকে সংসদে আসার জন্য ধন্যবাদ জানানোর পর প্রধানমন্ত্রী বলেন, ‘দেবপ্রিয় ভট্টাচার্যদের অনেকে সেনাপ্রিয় বলেন। দেশের এমন কিছু লোক আছে দেশে অস্বাভাবিক পরিস্থিতি এলেই তাদের সুবিধা হয়। তারা কোনো উন্নয়ন চোখে দেখে না।