শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন
- আপডেটের সময় : ১০:২৩ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০১৯
- / ১৯১২ টাইম ভিউ
ছয়ফুল আলম সাইফুল, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শমশেরনগর চা বাগান মাঠে শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর বর্ণাঢ্য উদ্বোধন হয়েছে।
শনিবার (৯ মার্চ) বিকাল ৪টায় ওমেরা এলপিজি গ্যাসের পৃষ্ঠপোষকতায় শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন সাবেক কারা মহাপরিদর্শক মেজর জেনারেল (অব.) সৈয়দ ইফতেখার উদ্দিন। উদ্বোধনী খেলায় নুনু একাডেমির ওসমানীনগরকে টাইব্রেকারে ৫- ৪ গোলে পরাজিত করে বিজয়ী হয় ওয়েল ইউনাইটেড নারায়নগঞ্জ ।
শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ পরিচালনা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদের সভাপতিত্বে এবং সদস্য সচিব সৈয়দ ইশতিয়াক উদ্দিন বাবেলের পরিচালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট কোস্ট গুরুকা ডাইরেক্টর তানভীর আজম চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওমেরা গ্যাস ওয়ানের সিইও তোসি খিমবোরি, ওমেরা গ্যাস ওয়ান ম্যানেজার (টেকনিক্যাল) সিমি তু, ওমেরা গ্যাস কর্মকর্তা খাজা আহমদ, ম্যানেজার হারুনুর রসিদ চৌধুরী, শমশেরনগর চা বাগান ম্যানেজার জাকির হোসেন, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ রায় চৌধুরী, শমশেরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন খান।