বিমান দুর্ঘটনা : বাংলাদেশে ফিরছেন ৩ জন

- আপডেটের সময় : ০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮
- / ১৭২৪ টাইম ভিউ
নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান বিধ্বস্তে আহত আরও তিন যাত্রীকে চিকিৎসার জন্য দেশে আনা হচ্ছে।
আহত তিন যাত্রী হলেন- মেহেদী হাসান, আলমুন নাহার এ্যানি ও সৈয়দা কামরুন্নাহার স্বর্ণা। তাদের রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হবে।
শুক্রবার বিকাল সোয়া ৩টায় একটি বিশেষ বিমানে আসছে বলে জানিয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম।
তিনি জানান, কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় আহত তিনজনকে দেশে আনা হচ্ছে। শুক্রবার বিকাল সোয়া ৩টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার কথা রয়েছে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার বিকালে ইয়াকুব আলী নামে আহত এক যাত্রীকে কাঠমান্ডু থেকে দিল্লিতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অন্যদের চিকিৎসার জন্য আবেদন করা হয়েছে। আহতরা যদি চান তা হলে ইউএস-বাংলা কর্তৃপক্ষ তাদের পর্যায়ক্রমে চিকিৎসা দেবে।
এর আগে বৃহস্পতিবার শাহরিন আহমেদকে দেশে এনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।