পোপের বাংলাদেশ সফর, নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে
- আপডেটের সময় : ১২:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭
- / ৫৩০ টাইম ভিউ
পোপ ফ্রান্সিস বাংলাদেশে আগমন উপলক্ষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। জানিয়েছে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।ডিএমপি’র সদর দপ্তরে রোববার নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে এক সমন্বয় সভায় তিনি এ কথা জানান।
পুলিশ কমিশনার বলেন, পোপ ফ্রান্সিস সম্মানিত ব্যক্তি। জাতীয় স্বার্থে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে। এজন্য সফরের সব ভেন্যু, হোটেল ও বিমানবন্দরে থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া স্ট্যান্ডবাই হিসেবে প্রস্তুত থাকবে সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা।তিনি আরো বলেন, বিদেশি অতিথিদের জন্য নির্ধারিত হোটেল, সম্মেলন স্থলসহ প্রত্যেকটি ভেন্যু সুইপিংসহ সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করা হবে। আবাসনস্থল ও যাতায়াত রাস্তা নিরাপত্তা ব্যবস্থা, রুফটপ ডিউটি, মোবাইল ডিউটি মোতায়েন থাকবে।সমন্বয় সভায় পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাসহ বাংলাদেশে পোপের সফর উপলক্ষে গঠিত নিরাপত্তা ও স্বেচ্ছাসেবক বিষয়ক কমিটির আহ্বায়ক নির্মল রোজারিও এবং খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পোপ ফ্রান্সিস আগামী ৩০ নভেম্বর তিনদিনের সফরে বাংলাদেশে আসছেন। আনুষ্ঠানিকতা শেষে আগামী ২ ডিসেম্বর তিনি ফিরে যাবেন। সূত্র: বাসস