ঢাকা , শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
আপডেট :
ইরানের সাহস দেখলো পুরো বিশ্ব,যুক্তরাষ্ট্র টের টের পেলো ইরানের শক্তি ৫ বছরে নাগরিকত্ব কে ১০ বছর নিয়ে যে সিদ্ধান্ত নিচ্ছে পর্তুগাল বিপুল আনন্দ উল্লাসে শরীফপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন তোমার পরীক্ষা না নিলে,দেশবাসী তোমার পার্শ্বে – এডভোকেট আবেদ রাজা কুলাউড়ায় বিএনপির প্রার্থী চায় স্হানীয় নেতা কর্মিরা পর্তুগাল বিএনপির আসন্ন কমিটি এম এ হাকিম মিনহাজের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ঘোষণা পর্তুগালের আলমাদা তে সন্ত্রাসীর গুলিতে সিলেটের যুবক নিহত ৭ জন পর্তুগালের নাগরিক সহ ভারতের গুজরাতে বিমানের বিধ্বস্ত কুলাউড়া সহ প্রবাসীদের আবেদ রাজা’র ঈদ শুভেচ্ছা ড, সাইফুল আলম চৌধুরী’র ঈদুল আযহা’র শুভেচ্ছা

কুলাউড়ার হোসেনপুর ফ্রেন্ডস ক্লাবের খাদ্য উপহার সামগ্রী বিতরন

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : ০৯:২১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০
  • / ৮৯৫ টাইম ভিউ

কুলাউড়ার অসহায় কবিরুন বেগম (৭০) ও ছেলে প্রতিবন্ধি (২৫) প্রথম পেলেন খাদ্য সহায়তা। হাউ মাউ করে কেঁদে বললেন, গত ২৫দিনে কেউ দুমুটো চাল দেয়নি। ছেলেকে নিয়ে একবেলা আধবেলা খেয়ে কাটছিলো দিন। যে সহায়তা পেয়েছেন তাতে দু’মাস চলবে তার। দু’হাদ তুলে ‘উপহার সামগ্রী’ পেয়ে কাঁদলেন কুলাউড়ার কবিরুন বেগম ।

করোনা বিপর্যয়ে গ্রামে হতদরিদ্র কিংবা দিনমজুর মানুষ যখন ক্রমে অসহায় তখন প্রবাস এবং দেশে অবস্থানরত বিত্তবানরা প্রসারিত করলেন সহমর্মিতার হাত।
মুখ ফুটে সাহায্যের কথা বলতে না পারা মানুষগুলোর ঘরে যখন পৌঁছলো খাদ্য উপহার সামগ্রী তখন যেন সবাই বিষ্ময়ে হতবাক। পাশের বাড়ির প্রিয় মানুষগুলো যারা প্রবাসে এবং দেশে অবস্থান করছেন তারা এসব উপহার সামগ্রী দিয়েছেন বিপর্যয়ে ঘরে আটকে পড়াদের।

কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামে ১৭ এপ্রিল শুক্রবার হোসেনপুর ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ১৬০টি পরিবারের মাঝে বিতরণ করা হয় এসব উপহার সামগ্রী। উপহার সামগ্রীর তালিকায় ছিলো ৫০ কেজির এক বস্তা চাল, ১০ কেজি আলু, ৫লিটার তেল, ৫ কেজি পেয়াজ, ৩ কেজি ছোলা, ৩ কেজি মসুর ডাল, ২ কেজি লবণ ও সাবান। ১৬০টি পরিবারের এসব উপহার সামগ্রী ক্রয়ে তাদেও ব্যয় হয়েছে ৫লাখ ৭৭ হাজার টাকা।

ক্লাবের সদস্যরা জানান, এত বড় মহৎকাজের পেছনে হোসেনপুর ফ্রেন্ডস ক্লাবের সদস্য ও গ্রামেরই কৃতি সন্তান যারা আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও সংযুক্ত আরব আমিরাতে রয়েছে। সেই সাথে দেশে অবস্থানরত বিত্তবানদের অংশগ্রহণ রয়েছে।

এত বৃহৎ অনুদান বিতরণে ছিলো না কোন জাকজমক আয়োজন কিংবা প্রচারণা। ক্লাবের সদস্যরা উপহার সামগ্রীগুলো মানুষের বাড়িতে বাড়িতে পৌছে দেন।

উপহার সামগ্রীগুলো বাড়ি বাড়ি পৌছে দেন হোসেন পুর গ্রামের বাসিন্দা ও ক্লাবের দায়িত্বশীলরা। এই মহৎ কাজটি সম্পাদনে অংশ নেন আবু তাহের মামুন, এজাজ মাহমুদ চৌধুরী ফুল, ফখরুল ইসলাম, আজিজুর রহমান রুহি, আব্দুল করিম রিপন, রায়হান, মুনতাসির, নাহিদ প্রমুখ।

সংশ্লিষ্টরা জানান, এভাবে এলাকার মানুষের জন্য যদি অন্ত:ত একমাসের খাবার ব্যাবস্থা করে দেন তাহলে অসহায় ও নিম্নবিত্তদের এই দুর্যোগকালীন সময় অতিবাহিত করা সহজ হবে।

পোস্ট শেয়ার করুন

কুলাউড়ার হোসেনপুর ফ্রেন্ডস ক্লাবের খাদ্য উপহার সামগ্রী বিতরন

আপডেটের সময় : ০৯:২১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০

কুলাউড়ার অসহায় কবিরুন বেগম (৭০) ও ছেলে প্রতিবন্ধি (২৫) প্রথম পেলেন খাদ্য সহায়তা। হাউ মাউ করে কেঁদে বললেন, গত ২৫দিনে কেউ দুমুটো চাল দেয়নি। ছেলেকে নিয়ে একবেলা আধবেলা খেয়ে কাটছিলো দিন। যে সহায়তা পেয়েছেন তাতে দু’মাস চলবে তার। দু’হাদ তুলে ‘উপহার সামগ্রী’ পেয়ে কাঁদলেন কুলাউড়ার কবিরুন বেগম ।

করোনা বিপর্যয়ে গ্রামে হতদরিদ্র কিংবা দিনমজুর মানুষ যখন ক্রমে অসহায় তখন প্রবাস এবং দেশে অবস্থানরত বিত্তবানরা প্রসারিত করলেন সহমর্মিতার হাত।
মুখ ফুটে সাহায্যের কথা বলতে না পারা মানুষগুলোর ঘরে যখন পৌঁছলো খাদ্য উপহার সামগ্রী তখন যেন সবাই বিষ্ময়ে হতবাক। পাশের বাড়ির প্রিয় মানুষগুলো যারা প্রবাসে এবং দেশে অবস্থান করছেন তারা এসব উপহার সামগ্রী দিয়েছেন বিপর্যয়ে ঘরে আটকে পড়াদের।

কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামে ১৭ এপ্রিল শুক্রবার হোসেনপুর ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ১৬০টি পরিবারের মাঝে বিতরণ করা হয় এসব উপহার সামগ্রী। উপহার সামগ্রীর তালিকায় ছিলো ৫০ কেজির এক বস্তা চাল, ১০ কেজি আলু, ৫লিটার তেল, ৫ কেজি পেয়াজ, ৩ কেজি ছোলা, ৩ কেজি মসুর ডাল, ২ কেজি লবণ ও সাবান। ১৬০টি পরিবারের এসব উপহার সামগ্রী ক্রয়ে তাদেও ব্যয় হয়েছে ৫লাখ ৭৭ হাজার টাকা।

ক্লাবের সদস্যরা জানান, এত বড় মহৎকাজের পেছনে হোসেনপুর ফ্রেন্ডস ক্লাবের সদস্য ও গ্রামেরই কৃতি সন্তান যারা আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও সংযুক্ত আরব আমিরাতে রয়েছে। সেই সাথে দেশে অবস্থানরত বিত্তবানদের অংশগ্রহণ রয়েছে।

এত বৃহৎ অনুদান বিতরণে ছিলো না কোন জাকজমক আয়োজন কিংবা প্রচারণা। ক্লাবের সদস্যরা উপহার সামগ্রীগুলো মানুষের বাড়িতে বাড়িতে পৌছে দেন।

উপহার সামগ্রীগুলো বাড়ি বাড়ি পৌছে দেন হোসেন পুর গ্রামের বাসিন্দা ও ক্লাবের দায়িত্বশীলরা। এই মহৎ কাজটি সম্পাদনে অংশ নেন আবু তাহের মামুন, এজাজ মাহমুদ চৌধুরী ফুল, ফখরুল ইসলাম, আজিজুর রহমান রুহি, আব্দুল করিম রিপন, রায়হান, মুনতাসির, নাহিদ প্রমুখ।

সংশ্লিষ্টরা জানান, এভাবে এলাকার মানুষের জন্য যদি অন্ত:ত একমাসের খাবার ব্যাবস্থা করে দেন তাহলে অসহায় ও নিম্নবিত্তদের এই দুর্যোগকালীন সময় অতিবাহিত করা সহজ হবে।