কুলাউড়ায় হাজীপুর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই সড়ক দূর্ঘটনায় মারাত্বক আহত
- আপডেটের সময় : ০২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০১৯
- / ৭৫৬ টাইম ভিউ
ছয়ফুল আলম সাইফুলঃ কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক মো আব্দুল হাই (৬৩) এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মারাত্বক আহত হয়েছেন।
আজ রাত আনুমানিক সাড়ে ৯ টায় কটারকোনা শমশেরনগর সড়কের কটারকোনা বাজারে এই দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরাআ জানায় মোঃ আব্দুল হাই মোটর সাইকেলযোগে গ্রামের ভিতরে ঢুকছিলেম। এসময় পিছন দিক থেকে পাচ আরোহী দূটি মোটর সাইকেল বেপরোয়া চালিয়ে এসে তাকে আঘাত করেন। একটি মোটর সাইকেল উনার উপর দিয়ে চলে যায়। এতে তিনি মারাত্মক আহত হন। পরে এলাকাবাসী জনাব আব্দুল হাই কে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা গুরুতর হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন। জানা গেছে তিনি পায়ে ও মাথায় গুরুতর আহত হন।
কুলাউড়া থানা পুলিশে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসয়৷ পুলিশ আটক সাইকেল আরোহীদের৷ আটক
করে নিয়ে য়ায়।