কুলাউড়ায় মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত ১ আহত ২

- আপডেটের সময় : ১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১
- / ৬৮৮ টাইম ভিউ
কুলাউড়া উপজেলার রবিরবাজার সড়কের বড় কাপন মোড়ে আজ মাগরিবের নামাজের সময় মোটর সাইকেল ও সড়কে কাজের পানির ট্যান্কির কাজে ব্যাবহৃত ট্রাকের সাথে মুখোমুখি সড়ক দুর্ঘটনায় দুই সহোদর সহ তিনজন আহত হয়ে কুলাউড়া সরকারী হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার একজন কে মৃত্য বলে জানান ।মৃত্য তরুনের নাম সাঈফ উদ্দিন, তার সহোদর কয়েছ আহমেদ ও চাচাতো ভাই সালমান সিলেট হাসপাতালের পথে ।তারা টিলাগাঁও ইউনিয়নের মিরপুর গ্রামের খুর্শেদ মিয়ার সন্তান, মৃত সাঈফ রবিরবাজারে একটি মোটর সাইকেল ওয়ার্কসপে কাজ করতো ।
হাসপাতালে গিয়ে দেখা যায় নিহত এর বাবা খুর্শেদ মিয়া বার বার অজ্ঞান হয়ে যাচ্ছেন,এবং হাসপাতালে অবস্হানরত পুলিশ কর্মকর্তা নিহতের আত্মীয়দের পোস্টমর্টেম করার জন্য তাগিদ দিতেছেন রিপোর্ট লেখা পর্যন্ত ।
দুর্ঘটনায় কবলিতদের ফুফুতো ভাইকে হাসপাতালের জিজ্ঞাসা করে পরিচয় জানা গেল ।
এ নিয়ে এই দুই দিনে কুলাউড়ার দুইজন মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত হলেন ।
সড়ক দুর্ঘটনা মোটরসাইকেল দুর্ঘটনাগুলো মূলত ঘটে বেপরোয়া গতি, ওভারটেকিংয়ের চেষ্টা, বারবার লেন পরিবর্তন, ট্রাফিক আইন না মানা ও চলন্ত অবস্থায় মুঠোফোনে কথা বলার কারণে। হেলমেট ব্যবহার না করা ও নিম্নমানের হেলমেটের কারণে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে।