মৌলভীবাজারে অগ্নিকান্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

- আপডেটের সময় : ১০:৪০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০
- / ৪৫২ টাইম ভিউ
মৌলভীবাজারে অগ্নিকান্ডে একটি বসতঘর ঘর পুড়ে গেছে। মঙ্গলবার ৬ অক্টোবর মৌলভীবাজারের শহরতলীর বর্শিজুড়া ছড়ারপার এলাকায় এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থরা।
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জালাল আহমদ ও স্থানীয়রা জানান, ছড়ারপার এলাকার রুবেল আহমেদের বসতঘরে মঙ্গলবার বেলা প্রায় সাড়ে ৩টার দিকে আকস্মিক আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তেই তার পুরো বসত ভিটায় আগুন ছড়িয়ে পড়ে। মৌলভীবাজার ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই রুবেল আহমেদের পুরো বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জালাল আহমদ বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।#