কটারকোনা ইসলামি একাডেমির শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরন
- আপডেটের সময় : ০১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯
- / ১৩১৭ টাইম ভিউ
ছয়ফুল আলম সাইফুলঃ নিউজ পোর্টাল জালালাবাদ বার্তা.কম এর অর্থায়নে এভারগ্রীন হাজীপুরের আয়োজনে কটারকোনা ইসলামি একাডেমির প্রায় ১২০ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরন করা হয়েছে ।
৩ এপ্রিল (বুধবার) দুপুরে কটারকোনা ইসলামি একাডেমিতে এভাগ্রীন হাজীপুর সংগঠনের সভাপতি মিজানুর রহমান রুহিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অাজিজুর রহমান আজিজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৌলভিবাজার সরকারি কলেজ প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক যোবায়ের অাহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মাহমুদ অালী , বিশিষ্ট সমাজ সেবক ও হাজীপুর বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জদিদ হায়দার চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক ইউপি সদস্য মোঃ ইয়াকুব অালী , কুলাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সহ সভাপতি মোঃ হাবিবুর রহমান , মিমি প্রতিষ্ঠান পরিচালনা কমিটি সদস্য মোঃ মুহিবুর রহমান , প্রতিষ্ঠানেরর প্রধান শিক্ষক জহির রায়হান, এভারগ্রীণ হাজীপুরের সিনিয়র সদস্য নাজমুস সাকিব তাজুল প্রমুখ।
এছাড়াও উক্ত প্রতিষ্ঠানের সকল অভিবাবক মন্ডলি ও এভারগ্রীন হাজীপুরের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশ আব্যশক সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ চৌধুরী ছেলে রুহুল কুদ্দুছ চৌধুরীর নিউজ পোর্টাল জালালাবাদ বার্তা.কম এর অর্থায়নে হাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একইভাবে ইতিপূর্বে শিক্ষা উপকরণ বিতরন করা হয়।