স্টুডেন্ট কেবিনেটে মৌলভীবাজারে ভোট উৎসব
- আপডেটের সময় : ০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯
- / ১০৫৪ টাইম ভিউ
ছয়ফুল আলম সাইফুল, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজরে ব্যাপক আনন্দঘন পরিবেশে মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হচ্ছে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন। নির্বাচনে বিভিন্ন শ্রেণির জন্য পৃথক বুথ তৈরি করে ভোট নিচ্ছেন প্রিজাইডিং কর্মকর্তা।
বিষয়টি নিশ্চিত করে দেশদিগন্তকে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, মৌলভীবাজার জেলায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন চলছে। আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়েছে।
সারা দেশের মত মৌলভীবাজারের শিক্ষার্থী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে স্কুলে স্কুলে ভোট উৎসব চলছে। সার্বিক সহযোগিতায় নিজ নিজ স্কুলে উপস্থিত রয়েছেন ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষকরা।
এ বিষয়ে কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজল উদ্দিন আহমদ দেশদিগন্তকে জানান, গণতন্ত্রের চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ছাত্র-ছাত্রী ভর্তি, ঝরে পড়া রোধ ও শিক্ষার্থীদের মাদক মুক্ত রাখতে সহযোগিতা করার জন্য সরকার স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের উদ্যোগ নিয়েছে।
এ রির্পোট লেখা পর্যন্ত ভোটের ফলাফল প্রকাশ হয়নি।