আ.লীগের কার্যালয়ে ভাংচুর: সিলেটে বিএনপির ২৮ নেতাকর্মীর জামিন
- আপডেটের সময় : ০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ জানুয়ারী ২০১৯
- / ১০৪৯ টাইম ভিউ
দেশদিগন্ত নিউজ ডেক্সঃ আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে হামলা ও বাড়ি ভাংচুরের ঘটনায় জামিন পেয়েছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের ২৮ নেতাকর্মী। রবিবার সকালে সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বিচারক মোস্তাহীন বিল্লাহ আদালতে আসামীরা জামিন আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
রোববার (২০ জানুয়ারি) সকালে সিলেটর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বিচারক মোস্তাহীন বিল্লাহ’র আদালতে আসামীরা জামিন আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
জামিনপ্রাপ্ত বিএনপির নেতাকর্মী হলেন, ৩নং খাদিমনগর ইউনিয়নের সাবেক মেম্বার বিএনপি নেতা, সুরুজ মিয়া, অপু আহমদ, দুলন মিয়া, জেলা ছাত্রদল নেতা পারভেজ আহমদ, বিএনপি নেতা ছাদ উল্লাহ, আব্দুল মান্নান, ফকির আলী, সিরাজ মিয়া, হেলাল মিয়া, আন্নাছ মিয়া, নজরুল মিয়া, ইলিয়াছ আলী, মামুন মিয়া, সোহাগ মিয়া, সোহান মিয়া, বাদশা মিয়া, মাসুম আহমদ, তাজ উদ্দিন, শামীম, ইমরান মিয়া, জুবেদ মিয়া, রেজন মিয়া, আলীম, সাঈদি, বশর মিয়া, আব্দুস শহিদ, শানুর মিয়া, এলাইছুর রহমান এলাইছ প্রমুখ।
বিবাদীদের পক্ষে মামলা পরিচালনা করেন, সিনিয়র আইনজীবী রতন মজুমদার, সমিউল আলম, মির্জা ইয়াকুব, ইমরান আহমদ চৌধুরী, রাজ্জাক খান রাজ।
প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর- সদর উপজেলা লাখাউরায় আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে ‘হামলা ও বাড়ি ভাংচুর’র ঘটনায় ১৭/১/১৯ ইং তারিখে নগরীর বিমানবন্দর থানায় আওয়ামী লীগ কর্মী মুহিবুর রহমান বেলাল বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।