নারী আসনের মনোনয়ন জমা দিলেন সৈয়দা সীমা করিম

- আপডেটের সময় : ০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জানুয়ারী ২০১৯
- / ১৪৩৫ টাইম ভিউ
ছয়ফুল আলম সাইফুল, মৌলভীবাজার প্রতিনিধিঃ সংরক্ষিত নারী (মৌলভীবাজার-সুনামগঞ্জ) আসনের জন্য বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সহ-আইন বিষয়ক সম্পাদিকা ব্যারিস্টার সৈয়দা সীমা করিম।
শুক্রবার সকালে তিনি মনোনয়ন পত্র জমাদেন। সীমা করিম পুলিশের সাবেক আইজি সৈয়দ বজলুল করিমের কন্যা।
এব্যাপারে ব্যারিস্টার সৈয়দা সীমা করিম বলেন, “যারা আমাকে সাহস, অনুপ্রেরণা, শুভকামনা দিয়েছেন সকলের কাছে আমি কৃতজ্ঞ। আপনারা মৌলভীবাজারে যোগ্য তারুণ্যের নেতৃত্ব আশা করেন। আবার আমি ব্যতিত অন্য যত প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন তাঁরা সকলেই যার যার অবস্থান থেকে যোগ্য। সুতরাং তাঁরা কেউ আমার প্রতিদ্ধন্ধি নন। সকলের জন্য আমার হৃদয়ের অন্ত:স্থল থেকে শুভকামনা।
তিনি আরোও বলেন, “আমাদের জননেত্রী অনেক বিচক্ষণ। তিনি যেমন দলের জন্য আমার বাবার অবদান সম্পর্কে অবগত আছেন। তেমনি তাঁর কাছে আমার আমলনামাও আছে। সুতরাং তিনি যাকেই মনোনীত করবেন। সেটাই হবে সঠিক সিদ্ধান্ত ও তাঁর সিদ্ধান্ত শিরোধার্য।”