ইনুর মন্ত্রিত্ব বাদ পড়ায় হতাশ জাসদ
- আপডেটের সময় : ০২:৩৪ অপরাহ্ন, সোমবার, ৭ জানুয়ারী ২০১৯
- / ১১৪১ টাইম ভিউ
দেশদিগন্ত নিউজ ডেস্ক: কুষ্টিয়া, ০৬ জানুয়ারি- নতুন মন্ত্রিসভায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু থাকছেন না জেনে হতাশ হয়ে পড়ছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) সংসদীয় আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনুর অনুসারীরা।
মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী বলেন, ‘জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তিনি সফলভাবে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তিনি পুনরায় মন্ত্রীর দায়িত্ব না পাওয়ায় মিরপুর-ভেড়ামারার সাধারণ মানুষের মাঝে হতাশা বিরাজ করছে।’
‘তবে আমরা ১৪ দলের নেতৃত্বে নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হয়েছি। সন্ত্রাস ও জঙ্গি মুক্ত সমাজ গঠনে আমরা ১৪ দলের সাথে কাজ করব।’
জাসদ কেন্দ্রীয় নেতা মহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘আমাদের সভাপতি আবার মন্ত্রী হবেন কিনা তা এখনো বলা যাচ্ছে না। তবে তিনি মন্ত্রিসভায় থাকলে আমাদের ভালো লাগত।’
তবে তার এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উৎফুল্ল। গত পাঁচ বছর ধরে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসা ইনুর সঙ্গে কুষ্টিয়ায় নিজ এলাকায় আওয়ামী লীগের নেতাদের সম্পর্ক ভালো নয়। একই জোটের শরিক হয়েও দুই পক্ষ একে অপরকে আক্রমণ করে সেখানে নানা বক্তব্য দিয়ে থাকে।
এবার নির্বাচনের আগেও আওয়ামী লীগ-জাসদে মিল হচ্ছিল না সেখানে। তবে ভোটের আগ মুহূর্তে দ্বন্দ্ব মিটে যায় এবং বড় ব্যবধানে জেতেন ইনু। তার পরও আওয়ামী লীগের সঙ্গে শীতল সম্পর্ক রয়ে যায়। এ কারণে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা খুশি প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তে।
ভেড়ামারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিমুল ইসলাম ছানা বলেন, “আমরা স্থানীয় পর্যায়ের আওয়ামী লীগের নেতারা মূল্যায়ন না পাওয়ায় নিজেদের প্রার্থী চেয়েছিলাম। তবে জননেত্রী শেখ হাসিনা হাসানুল হক ইনুকে মনোনয়ন দেন এবং তিনি এমপি নির্বাচিত হয়েছেন। আমাদের ‘আদার ব্যাপারী জাহাজের খবর নিয়ে লাভ নেই’।”