ভাড়াটিয়া দিয়ে কাজ চলে না ———মিফতা সিদ্দিকী
- আপডেটের সময় : ০৩:০৫ অপরাহ্ন, রবিবার, ৬ জানুয়ারী ২০১৯
- / ১৩৭২ টাইম ভিউ
দেশদিগন্ত নিউজ ডেস্ক: ভাড়াটিয়া দিয়ে কাজ চলে না , নিজের কোমর শক্ত করুন । শর্টকাট ওয়েতে ক্ষমতায় যাওয়ার চিন্তা পরিহার করে জন্জাল পরিষ্কার করুন । কোন ফ্যাসিস্ট অপশক্তিকে গান্ধীবাদী অহিংস নীতিতে চলে সমাজ থেকে উপড়ে ফেলা গেছে এমন নজির বোধ হয় পৃথিবীতে নাই । জঙ্গলে বসে সভ্যতার আইন চলে না , জঙ্গল পরিষ্কার করেই তবে সভ্য সমাজ গড়তে হয় । ইটের জবাব পাথর দিয়েই দিতে হবে ফুল দিয়ে নয় । তৃণমূল দীর্ঘদিন ধরে এ কথাগুলো বলতে চেষ্টা করেছে , রক্ত ঝরছে ,গুম হচ্ছে , খুন হচ্ছে , ধর্ষিত হচ্ছে আইন – সমাজ – বিচার ব্যাবস্থা কিন্তু ক্ষমতায় শর্টকাট পথে যাওয়ার এক মোহগ্রস্থতা আপনাদের বোধ হয় পেয়ে বসেছিলো , তাই তৃণমূলের ,বাংলার সাধারণ মানুষের এ আওয়াজ আপনাদের কর্ণগোহরে প্রবেশ করে নাই । জাতীয়তাবাদী বুদ্ধিজীবীদের দূরে ঠেলে দিয়ে ব্যার্থ রাজনীতিবিদ আর তথাকথিত স্যাকুলারদের সমাবেশ ঘটিয়ে পরিবর্তনের ব্যার্থ চেষ্টা । ফল আমাদের চোখের সামনে ।আজ সেই সব সুশীলরা জনগণের সামনে ন্যাংটা হয়ে যাওয়া ডাকাতদের পার্লামেন্টকে বৈধতা দেওয়ার অপচেষ্টায় লিপ্তআজ আমার দেশনেত্রী মাতৃসম খালেদা জিয়া ‘৭৪ বৎসর বয়সে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে শুধুমাত্র জনগনের মৌলিক অধিকার ফিরিয়ে দেয়ার সংগ্রাম করতে গিয়ে , এ অবস্থায় মূল লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হতে পারি না । এ বন্ধুর পথ দীর্ঘ হতে পারে কিন্তু জয় জাতীয়তাবাদীদের হবে জনগনের হবে এটা আমরা বিশ্বাস করি । আমরা বি.এন.পি করি , ঐক্যফ্রন্ট নামক কোন দল নয় । আমাদের নেত্রী খালেদা জিয়া , নেতা তারেক রহমান অন্য কেউ হতে পারে না । আমার শহীদ জিয়ার জাতীয়তাবাদী আদর্শ ধারণ করি , কথায় কথায় ‘৭৫ এর কোন গনতন্ত্র হত্যাকারীর গুণকীর্তন শুনার জন্য নয় । তাই যদি কেউ আপোষ করে চলতে চান , নেতৃত্ব ছেড়ে দিন সংগ্রামীদের হাতে । পথ যতো বন্ধুরই হোক না কেনো , সময় যতো দীর্ঘদিন হোক না কেনো , আমরা অমানিশা ভেদ করে আলোর দিশায় দেশকে পৌঁছে দিবো ।