এম এম শাহীনকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ প্রধানমন্ত্রীর
- আপডেটের সময় : ০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ ডিসেম্বর ২০১৮
- / ১১২৪ টাইম ভিউ
ছয়ফুল আলম সাইফুলঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।শনিবার বিকেলে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় তিনি আহ্বান জানান। জনসভার মঞ্চে ডেকে সিলেটের বিভিন্ন আসনের আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বানও জানান। এসময় মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে প্রার্থী ঠিকানা গ্রুপের চেয়ারম্যান বিএনপির সাবেক এমপি এম এম শাহীন প্রসঙ্গে তিনি বলেন, বলেছিলাম না ধানের শীষ প্রার্থীদের এবার নৌকায় তুলে নেবো এই দেখেন এম এম শাহীন এখন মহাজোট মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে তাকে ভোট দেবেন। তিনি বিকল্পধারা বাংলাদেশে যোগ দিয়েছেন। এসময় তিনি মৌলভীবাজার-২ (কুলাউড়া) এম এম শাহীনকে ভোট দেওয়ার অনুরোধ শেখ হাসিনা জানান।
বিএনপির ভাইস চেয়ারম্যান সম্প্রতি আওয়ামী লীগে যোগদান করেন। ওই প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, ইনাম আহমেদ চৌধুরী আওয়ামী লীগে যোগ দিয়েছেন- আমি তাকে স্বাগত জানাই। শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মানুষ যে সম্মান অর্জন করেছে তা রক্ষা করতে হবে। আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। নৌকার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তিনি বলেন, এই নৌকা হচ্ছে মাুনষের বিপদের বন্ধু। এই নৌকায় ভোট দিয়ে মানুষ উন্নয় পেয়েছে। আপনাদের কাছে আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে আমরা যে প্রার্থী দিয়েছি তাদের জন্য ভোট চাই। নৌকায় ভোট চাইতে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ জনগণের দল। আওয়ামী লীগ জনগণের সেবা করে। আওয়ামী লীগ থাকলে জনগণের ভাগ্যের পরিবর্তন হয়।
উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। ইনশাল্লাহ নৌকার বিজয় হবে।