কেক কেটে তারেক রহমানের জন্মদিন পালন
- আপডেটের সময় : ০৫:১১ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭
- / ১০৭৮ টাইম ভিউ
তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে সিনিয়র নেতাদের নিয়ে কেক কেটেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাত ১২টা ১ মিনিটে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তিনি ৫৩ পাউন্ড ওজনের এ কেক কাটেন। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস-চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দীন আহমেদ, প্রফেসর ড. মাহবুব উল্লাহ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিশিষ্টজন এ জন্মদিনের অনুষ্ঠানে অংশ নেন। পরে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো আলাদাভাবে কেক কেটে তারেক রহমানের জন্মদিন উদযাপন করেছে।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান জন্মগ্রহণ করেন ১৯৬৪ সালের ২০ নভেম্বর।