ঢাকা , বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
পবিত্র কাবা থেকে বদরের প্রান্তরে… কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম কে সংবর্ধনা দিয়েছে মনফালকনে গরিজিয়া বিএনপি ইতালির মিলানে রকমারি সাজে নানান আয়োজনে প্রবাসীদের বৈশাখী অনুষ্ঠান সম্পন্ন বর্তমান পরিস্থিতির উপর দেশবাসীকে যে বার্তা দিলেন শায়খ নূরে আলম হামিদী স্বাধিনতা মানে শুধুমাত্র নিজস্ব মানচিত্র অর্জন নয়, চাই বাকস্বাধীনতা ও গণতন্ত্র ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পূর্ব লন্ডনে বড়লেখার সোয়েব আহমেদের সমর্থনে মতবিনিময় সভা ইতালির ভেনিসে গ্রিন সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর জরুরি সভা অনুষ্ঠিত ইতালির ভেনিসে এনটিভির ইউরোপের ডিরেক্টর সাবরিনা হোসাইন কে সংবর্ধনা দিয়েছে ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব পর্তুগালে বেজা আওয়ামীলীগের কর্মি সভা পর্তুগাল এ ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন

এখন সবাই অনেক প্রফেশনাল: বিদ্যা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : ১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭
  • / ১২৮৯ টাইম ভিউ

অভিনয় জগতের দিন বদলেছে; এখন সবাই অনেক প্রফেশনালও বলে মনে করেন বলিউড তারকা বিদ্যা বালান।

এবেলাকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।

ডার্টি পিকচারখ্যাত বিদ্যার ‘বেগমজান’ ব্যবসা সফল না হওয়ায় বেশ মুষড়ে পড়েছিলেন তিনি। তবে ‘তুমহারি সুলু’ ওপরই এখন ভরসা রাখছেন তিনি। সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী বিদ্যা।

বিদ্যা বালান বলেন, এখন সবাই অনেক প্রফেশনাল। সেটা আমার কিন্তু খুবই ভাল লাগে। কাজ করার একটা খিদে আছে, যেটা আমি নিজের সঙ্গে মেলাতে পারি। পারলে সবাই সময়ের আগেই কাজ শেষ করে ফেলে!

সাক্ষাৎকারে তিনি বলেন, এখনও অনেকটা পথ যেতে হবে শুধু কনটেন্টকে গুরুত্ব দিতে গেলে। আর স্টার’রা গুরুত্ব পেলে তো মন্দ কিছু দেখি না! স্টার’ও আছেন, কনটেন্টও ভাল— তাহলে তো সোনায় সোহাগা! তবে এখন তো অনেক ছবিই হচ্ছে, যেখানে তথাকথিত স্টার’রা নেই, এবং সেগুলো দর্শক ভালওবাসছেন।

নারী চরিত্রকেন্দ্রিক সিনেমার ব্যাপারেও আগ্রহ প্রসঙ্গে তিনি বলেন, আমার মনে হয় এটি করা উচিত।

শাবানা আজমি বলেছিলেন, ‘অর্থ’এর রিমেক হলে বিদ্যার করা আপনার করা উচিত। এ প্রশ্নে বিদ্যা বলেন, শাবানা আজমির এই কথাটার চেয়ে বড় সম্মান আমার জীবনে আর কী হতে পারে? যে কোনও অ্যাওয়ার্ডের চেয়ে বড় স্বীকৃতি।

পোস্ট শেয়ার করুন

এখন সবাই অনেক প্রফেশনাল: বিদ্যা

আপডেটের সময় : ১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭

অভিনয় জগতের দিন বদলেছে; এখন সবাই অনেক প্রফেশনালও বলে মনে করেন বলিউড তারকা বিদ্যা বালান।

এবেলাকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।

ডার্টি পিকচারখ্যাত বিদ্যার ‘বেগমজান’ ব্যবসা সফল না হওয়ায় বেশ মুষড়ে পড়েছিলেন তিনি। তবে ‘তুমহারি সুলু’ ওপরই এখন ভরসা রাখছেন তিনি। সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী বিদ্যা।

বিদ্যা বালান বলেন, এখন সবাই অনেক প্রফেশনাল। সেটা আমার কিন্তু খুবই ভাল লাগে। কাজ করার একটা খিদে আছে, যেটা আমি নিজের সঙ্গে মেলাতে পারি। পারলে সবাই সময়ের আগেই কাজ শেষ করে ফেলে!

সাক্ষাৎকারে তিনি বলেন, এখনও অনেকটা পথ যেতে হবে শুধু কনটেন্টকে গুরুত্ব দিতে গেলে। আর স্টার’রা গুরুত্ব পেলে তো মন্দ কিছু দেখি না! স্টার’ও আছেন, কনটেন্টও ভাল— তাহলে তো সোনায় সোহাগা! তবে এখন তো অনেক ছবিই হচ্ছে, যেখানে তথাকথিত স্টার’রা নেই, এবং সেগুলো দর্শক ভালওবাসছেন।

নারী চরিত্রকেন্দ্রিক সিনেমার ব্যাপারেও আগ্রহ প্রসঙ্গে তিনি বলেন, আমার মনে হয় এটি করা উচিত।

শাবানা আজমি বলেছিলেন, ‘অর্থ’এর রিমেক হলে বিদ্যার করা আপনার করা উচিত। এ প্রশ্নে বিদ্যা বলেন, শাবানা আজমির এই কথাটার চেয়ে বড় সম্মান আমার জীবনে আর কী হতে পারে? যে কোনও অ্যাওয়ার্ডের চেয়ে বড় স্বীকৃতি।