ঢাকা , শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
আপডেট :
ইরানের সাহস দেখলো পুরো বিশ্ব,যুক্তরাষ্ট্র টের টের পেলো ইরানের শক্তি ৫ বছরে নাগরিকত্ব কে ১০ বছর নিয়ে যে সিদ্ধান্ত নিচ্ছে পর্তুগাল বিপুল আনন্দ উল্লাসে শরীফপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন তোমার পরীক্ষা না নিলে,দেশবাসী তোমার পার্শ্বে – এডভোকেট আবেদ রাজা কুলাউড়ায় বিএনপির প্রার্থী চায় স্হানীয় নেতা কর্মিরা পর্তুগাল বিএনপির আসন্ন কমিটি এম এ হাকিম মিনহাজের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ঘোষণা পর্তুগালের আলমাদা তে সন্ত্রাসীর গুলিতে সিলেটের যুবক নিহত ৭ জন পর্তুগালের নাগরিক সহ ভারতের গুজরাতে বিমানের বিধ্বস্ত কুলাউড়া সহ প্রবাসীদের আবেদ রাজা’র ঈদ শুভেচ্ছা ড, সাইফুল আলম চৌধুরী’র ঈদুল আযহা’র শুভেচ্ছা

কুলাউড়ায় বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ

দেশদিগন্ত :
  • আপডেটের সময় : ১২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০১৭
  • / ১৪৬২ টাইম ভিউ

সিলেট সরকারী কলেজ ও কুলাউড়া উপজেলা ছাত্রদল নেতা প্রবাসী শেখ নিজামুর রহমান টিপু’ ক্রীড়া -সাংস্কৃতিক ও সামাজিক কাজে নিয়মিত ছিলেন সেই ছোট বেলা থেকেই ।আবাহনী সমর্থক গোষ্টী কুলাউড়া,আমরা “ক”জনা নাট্যচক্র সহ জাসাসে সক্রিয় ছিলেন ।
জীবনের তাগিদে কিংবা জীবন সাজাতে প্রবাসে পাড়ি জমালেও হৃদয় পড়ে থাকে দেশে সেখানে গিয়েও থেমে থাকেননি । আড্ডাবাজ হিসেবে পরিচিত টিপু ঘুরে ঘুরে খুঁজে খুঁজে কুলাউড়াবাসীদের সুসংগঠিত করে ঐক্যবদ্ধভাবে থাকার জন্য গঠন করেন কুলাউড়া সমাজ কল্যাণ সংস্থা, কুয়েত এবং সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন ।কুলাউড়া সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে এইচ এস এসি জি -৫ প্রাপ্তদের বৃত্তি সংবর্ধিনা দেওয়া হয় ।

23163671_1467202423387479_252347695_n ১০ নং হাজীপুর ইউনিয়নের কৃতি সন্তান জালালাবাদ সমাজ কল্যাণ সমিতি ও সিলেট বিভাগীয় সাংস্কৃতিক গোষ্টী’ যুগ্মসম্পাদক ,কুলাউড়া সমাজ কল্যাণ সমিতি কুয়েত’র সভাপতি শেখ নিজামুর রহমান টিপু উদ্যোগে জালালাবাদ সমাজ কল্যাণ সমিতি’র সভাপতি হাজী দোবায়ের আহমেদ, জালালাবাদ সমাজ কল্যাণ সমিতি’র সাধারন সম্পাদক আবুল হাসেম এনাম ও জালালাবাদ স্পোটিং ক্লাব কুয়েত’র সভাপতি মো: শওকত এর সহযোগীতায় কেওলাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরন করা হয় । নছিরগন্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফারুক মিয়ার সভাপতিত্বে ও ১০ নং হাজীপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সংগ্রামী যুগ্ম আহবায়ক ও নছিরগঞ্জবাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ২ বারের সভাপতি ও জেলা বিএনপির সদস্য বদরুজ্জামান সজল, বিশেষ অতিথি হাজীপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, হাজীপুর বিএনপি নেতা কুতুব হাজী, ১০ হাজীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজু, হাজীপুর ছাত্রদেল সম্পাদক এম পাবেল আহমদ,হাজীপুর ছাত্রদলের সিনিয়র ছাত্র নেতা, শেখ এমদাদুর রহমান, হাজীপুর ছাত্রদলের সিনিয়র ছাত্র নেতা আজিজুর রহমান প্রমূখ সহ হাজীপুর বিএনপি ,সেচ্চাসেবক দল নেতৃবৃন্দ ।

23202042_1467203623387359_875538246_n

পোস্ট শেয়ার করুন

কুলাউড়ায় বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ

আপডেটের সময় : ১২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০১৭

সিলেট সরকারী কলেজ ও কুলাউড়া উপজেলা ছাত্রদল নেতা প্রবাসী শেখ নিজামুর রহমান টিপু’ ক্রীড়া -সাংস্কৃতিক ও সামাজিক কাজে নিয়মিত ছিলেন সেই ছোট বেলা থেকেই ।আবাহনী সমর্থক গোষ্টী কুলাউড়া,আমরা “ক”জনা নাট্যচক্র সহ জাসাসে সক্রিয় ছিলেন ।
জীবনের তাগিদে কিংবা জীবন সাজাতে প্রবাসে পাড়ি জমালেও হৃদয় পড়ে থাকে দেশে সেখানে গিয়েও থেমে থাকেননি । আড্ডাবাজ হিসেবে পরিচিত টিপু ঘুরে ঘুরে খুঁজে খুঁজে কুলাউড়াবাসীদের সুসংগঠিত করে ঐক্যবদ্ধভাবে থাকার জন্য গঠন করেন কুলাউড়া সমাজ কল্যাণ সংস্থা, কুয়েত এবং সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন ।কুলাউড়া সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে এইচ এস এসি জি -৫ প্রাপ্তদের বৃত্তি সংবর্ধিনা দেওয়া হয় ।

23163671_1467202423387479_252347695_n ১০ নং হাজীপুর ইউনিয়নের কৃতি সন্তান জালালাবাদ সমাজ কল্যাণ সমিতি ও সিলেট বিভাগীয় সাংস্কৃতিক গোষ্টী’ যুগ্মসম্পাদক ,কুলাউড়া সমাজ কল্যাণ সমিতি কুয়েত’র সভাপতি শেখ নিজামুর রহমান টিপু উদ্যোগে জালালাবাদ সমাজ কল্যাণ সমিতি’র সভাপতি হাজী দোবায়ের আহমেদ, জালালাবাদ সমাজ কল্যাণ সমিতি’র সাধারন সম্পাদক আবুল হাসেম এনাম ও জালালাবাদ স্পোটিং ক্লাব কুয়েত’র সভাপতি মো: শওকত এর সহযোগীতায় কেওলাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরন করা হয় । নছিরগন্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফারুক মিয়ার সভাপতিত্বে ও ১০ নং হাজীপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সংগ্রামী যুগ্ম আহবায়ক ও নছিরগঞ্জবাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ২ বারের সভাপতি ও জেলা বিএনপির সদস্য বদরুজ্জামান সজল, বিশেষ অতিথি হাজীপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, হাজীপুর বিএনপি নেতা কুতুব হাজী, ১০ হাজীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজু, হাজীপুর ছাত্রদেল সম্পাদক এম পাবেল আহমদ,হাজীপুর ছাত্রদলের সিনিয়র ছাত্র নেতা, শেখ এমদাদুর রহমান, হাজীপুর ছাত্রদলের সিনিয়র ছাত্র নেতা আজিজুর রহমান প্রমূখ সহ হাজীপুর বিএনপি ,সেচ্চাসেবক দল নেতৃবৃন্দ ।

23202042_1467203623387359_875538246_n