সিলেটে ’দ্যা ফিনিক্স’ এর পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন
- আপডেটের সময় : ০১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭
- / ৯২৪ টাইম ভিউ
সিলেটে ইংরেজি ভাষা ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক প্রকাশনা ’দ্যা ফিনিক্স’ এর পরিচিতি অনুষ্ঠান আজ ১৪ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হয়। বিকেলে নগরীর মদনমোহন কলেজ এর শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, চাকুরীজবি নয়, সৃজনশীল মানুষ সৃষ্ঠিই শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত।
তারা বলেন, জ্ঞানহীন সাহিত্য কিংবা ভাষা চর্চার কোন মূল্যই নেই। বক্তারা উল্লেখ করেন, শিক্ষকতা হচ্ছে অন্যান্য সকল পেশার জননী। তারা বলেন, লেখালেখি মনের দুয়ার খুলে দেয়, জানার জগৎকে উৎসুখ করে তুলে। বক্তারা ইংরেজি ভাষা শিক্ষা ও শিক্ষনে সকলকে সৃজনশীল ও যুগোপযোগি তথ্য, উপাত্ত ও কৌশলসমূহ আয়ত্ত্বের আহবান জানান। তারা আশা প্রকাশ করে বলেন, ’দ্যা ফিনিক্স’ হতে পারে ইংরেজি ভাষা প্রেমীদের ভাব বিনিময়ের নির্ভরযোগ্য প্লাটফর্ম।
’দ্যা ফিনিক্সের’ পরিচিতি উপলক্ষে এ অনুষ্ঠান রূপ নেয় ইংরেজী শিক্ষকদের এক মিলনমেলায় ’দ্যা ফিনিক্স’এর উপদেষ্টা রেজওয়ান আহমদ এর সভাপতিত্বে পুরো অনুষ্ঠান সঞ্চালানা করেন ’দ্যা ফিনিক্স’ সম্পাদক প্রণবকান্তি দেব। অনুষ্ঠানের সম্মানীত অথিতি ছিলেন সিলেট সিটি করপোরেশন এর মেয়র আরিফুল হক চৌধুরী, মদনমোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ শাবিপ্রবির আধুনিক ভাষা ইন্সটিউটের পরিচালক প্রফেসর ড.হিমাদ্রী শেখর রায়, নর্থ ইস্ট ইউনির্ভাসিটির ইংরেজি বিভাগের প্রধান শামসুল কবির, এভারেস্ট বিজীয় প্রথম বংলাদেশী মুসা ইব্রাহীম, ও ইংরেজি ভাষা প্রশিক্ষক জন পল সার্জেন্ট ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ’দ্যা ফিনিক্স’ এর সহকারি সম্পাদক সুলতান আহমদ। পত্রিকার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন সহকারি সম্পাদক নওরীন আক্তার। এছাড়া ’দ্যা ফিনিক্স’ এর প্রকাশনা- সম্পাদনা সহ নানা দিক নিয়ে আলোচনায় অংশ নেন সরকারী পাইলট স্কুলের শিক্ষক ও ইংরেজি ভাষা প্রশিক্ষক আবু নাসের মো: সুফিয়ান, গোয়াইনঘাট কলেজের ইংরেজি শিক্ষক চিত্তরঞ্জন রাজবংশী, মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষক ইশতিয়াক হোসেন মুনশী, সিলেট ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির শিক্ষক নুরুল হাসান রাজীব, জালালাবাদ কলেজের শিক্ষক সাবেরা বেগম, স্কলার্স হোম পাঠানটুলার হেড অব স্কুল জেবুন্নেছা জীবন, দক্ষিণ সুরমা কলেজের শিক্ষক সুমন রায় ও মদন মোহন কলেজের শিক্ষক দেবব্রত দেব অপু। আলোচনা শেষে ফিনিক্স এর আনুষ্ঠানিক পরিচিতি অনুষ্ঠিত হয়।#