ছাত্রলীগকর্মীকে কুপিয়ে জখম করেছে শিবির
- আপডেটের সময় : ১০:৪১ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০১৭
- / ১১৮৫ টাইম ভিউ
সিলেটে ছাত্রলীগের এক কর্মীর হাত বিচ্ছিন্ন ও আরেকজনকে মারাত্মক জখম করেছে শিবিরের কর্মীরা।
সোমবার দুপুরে নগরীর সোবহানীঘাটের জালালাবাদ কলেজের সামনে এ ঘটনা ঘটে।আহতরা হলেন- মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিবিএ’র প্রথম বর্ষের শিক্ষার্থী আবুল কালাম আফিফ ও মদনমোহন কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী শাহিন আহমদ। তারা সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদারের অনুসারী।
হামলায় শাহীনের ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া বাম হাতের একাধিক ও দুই পায়ের বিভিন্ন জায়গায় গুরুতর জখম হয়েছে। আর আসিফের ডান পায়ের গোড়ালিসহ হাত ও পায়ের বিভিন্ন জায়গায় জখম হয়েছে।
আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আসিফ ও শাহিনের বরাত দিয়ে কোতোয়ালি থানার সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কমর উদ্দিন জানান, তাদেরকে শিবিরের কর্মীরা কুপিয়েছে। পুলিশ হামলাকারীদের গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত রেখেছে।
এ বিষয়ে সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার জানান, ছাত্রলীগের এ দুই কর্মীর উপর ছাত্রশিবির হামলা চালিয়েছে।
তিনি জানান, শাহিন ও আসিফ কলেজে যাবার পথে শিবিরের ৮-১০ কর্মী হামলা চালায়। শিবির কর্মীরা তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।