বাস-ট্রেনের আগাম টিকেট সোমবার থেকে
- আপডেটের সময় : ০৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০১৭
- / ১৬৫৫ টাইম ভিউ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আসছে সোমবার ১২ জুন থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। জানালেন বাংলাদেশ বাস ট্রাক ওনারস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট রমেশ চন্দ্র ঘোষ। শুধু বাস নয় একই দিন থেকে বিক্রি শুরু হবে ট্রেনের আগাম টিকিট। অন্যবারের মতো এবারও বাড়ি ফেরা সহজ করতে ট্রেন ও বাসের টিকিট অনলাইনেও আগাম বিক্রি করা হবে। আসছে ১২ জুন সোমবার ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে। আর ১৯ জুন থেকে বিক্রি হবে ফিরতি আগাম টিকিট। বৃহস্পতিবার এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবে রেল কর্তৃপক্ষ।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা ও চট্টগ্রাম রেলস্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় এবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঈদের আগাম টিকিট বিক্রি হবে।ঢাকার কমলাপুর রেলস্টেশনে এবারও ২৩ কাউন্টার থেকে টিকিট বিক্রি হবে। এছাড়া নারী যাত্রীদের জন্য থাকবে ২টি কাউন্টার। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা টিকিট বিক্রি হবে। একজন ব্যক্তি সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবে। ঈদের আগে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রেলপথে দুটি নতুন বিরতিহীন আন্তঃনগর ট্রেন চালু হবে। এছাড়াও থাকবে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বিভিন্ন রুটে ঈদ উপলক্ষে ৭ জোড়া বিশেষ ট্রেন।ট্রেনের টিকিট বিক্রির নির্ধারণ করা সময়সূচী: আসছে ১২ জুন বিক্রি হবে ২১ জুনের টিকিট, ১৩ জুন বিক্রি হবে ২২ জুনের টিকিট, ১৪ জুন বিক্রি হবে ২৩ জুনের টিকিট, ১৫ জুন বিক্রি হবে ২৪ জুনের টিকিট। আর সর্বশেষ ১৬ জুন বিক্রি হবে ২৫ জুনের টিকিট। আর ফিরতি আগাম টিকিট বিক্রি শুরু হবে ১৯ জুন থেকে। রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে।