লালবাগ কেল্লার ভেতরের অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ
- আপডেটের সময় : ০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০১৭
- / ১৪৭১ টাইম ভিউ
ঢাকার লালবাগ কেল্লার ভেতরে থাকা সকল অবৈধ স্থাপনা ও জনৈক আবুল হাশেমের বাড়ি তিন মাসের মধ্যে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে ওই বাড়ির মালিককে ক্ষতিপূরণ হিসেবে ৪০ লাখ টাকা সরকারকে দিতে বলেছেন আদালত।মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিভিউ আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।আইনজীবী মনজিল মোরসেদ জানান, ২০১১ সালে লালবাগ কেল্লার সীমানার ভেতরে থাকা অবৈধ স্থাপনা অপসারণে হাইকোর্টে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে রিট আবেদন করা হয়। সেই আবেদনের পরিপেক্ষিতে একই বছর হাইকোর্টের একটি বেঞ্চ লালবাগ কেল্লার সীমানার ভেতরে থাকা অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেন।প্রতিবেদনে লালবাগ কেল্লার সীমানার মধ্যে থাকা অবৈধ স্থাপনার মধ্যে আবুল হাসেমের বাড়ির কথা উল্লেখ থাকায় এ রায়ে তাকে ক্ষতিপূরণ হিসেবে ৪০ লাখ টাকা সরকারকে দিতে বলেছেন আদালত।