কুলাউড়ায় মেধাবী দরিদ্র শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ
- আপডেটের সময় : ০৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯
- / ৪৫৮ টাইম ভিউ
দেশ দিগন্ত ডেক্স: কুলাউড়া উপজেলায় কর্মধা ক্রীড়া উন্নয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৪০জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ (স্টুডেন্ট ফ্রেন্ডশীপ লাইট) বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে কর্মধার কাঁঠালতলী বাজারস্থ কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে কর্মধা ক্রীড়া উন্নয়ন পরিষদের সভাপতি মজিবুল হক হারুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য এম এ রহমান আতিক। কর্মধা ক্রীড়া উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান ফয়েজের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, কর্মধা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফতাব আলী, যুগ্ম সম্পাদক শিক্ষক বীরেন্দ্র কুমার সিংহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হোসেন মনসুর, নলডরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিবারন চন্দ্র দাস, রাঙ্গিছড়া চা বাগানের হিসাবরক্ষক জাকির হোসেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ, সাংগঠনিক সম্পাদক জুনাব আলী প্রমূখ।#