মৌলভীবাজারে মিরসরাই ট্র্যাজেডি দিবস উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেটের সময় : ১২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০১৯
- / ৪৬৬ টাইম ভিউ
খ ম জুলফিকার, মৌলভীবাজার থেকে::১২ জুলাই (বৃহস্পতিবার) মিরসরাই ট্র্যাজেডি দিবস উপলক্ষ্যে মৌলভীবাজার শহরে দোআ মাহফিল অনুষ্ঠিত হয়। আজ বাদ যোহর কোর্ট মসজিদে নিরাপদ সড়ক চাই সভাপতি খিজির মুহাম্মদ জুলফিকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা, মিলাদ ও দো’অা মাহফিল হয়। মিলাদ ও দোঅা পরিচালনা করেন কোর্ট জামে মসজিদের ইমাম মুফতি শামসুল ইসলাম।
২০১১ সালের ১১ জুলাই চট্টগ্রামের মিরসরাই উপজেলার আবু তোরাব সড়কের সৈদালী এলাকায় ট্রাক রাস্তার পাশের ডোবায় পড়ে ৪২ ছাত্রসহ ৪৪ জন নিহত হয়। ছাত্ররা খেলা দেখে ওই ট্রাকে করে বাড়ি ফিরছিল। ওই ঘটনায় শুধু আবু তোরাব উচ্চবিদ্যালয়েরই ৩৪ জন শিক্ষার্থী মারা যায়। এ ছাড়া আবু তোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনজন এবং আবু তোরাব এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয় স্টাপসহ মোট ৪৫ জন মারা যায়।
তবে নিরাপদ সড়ক চাই এর (নিয়মিত মাসিক) আজকে পূর্ব নির্ধারিত লিপলেট বিতরণ কার্যক্রম বৈরী আবহাওয়ার জন্য স্থগিত করা হয়।