কুয়েতে সেনাবাহিনীর ওকেপি-৯ কন্টিনজেন্টের সদস্য সংখ্যা ২৫০ থেকে ৬৩৯ জনে বৃদ্ধি

- আপডেটের সময় : ০১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০১৯
- / ৩৮৯ টাইম ভিউ
কুয়েত প্রতিনিধি : কুয়েতে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ওকেপি-৯ কন্টিনজেন্টের সদস্য সংখ্যা ২৫০ থেকে ৬৩৯ জনে বৃদ্ধি করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ-এর দূরদর্শিতা, ঐকান্তিক প্রচেষ্টা এবং কুয়েত সরকারের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্কের ফলে কুয়েত সরকার সদস্য সংখ্যা বৃদ্ধি অনুমোদন করেছে।
কুয়েত সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে অতিসত্বর বর্ধিত এই জনবল কুয়েতে পাঠানোর অনুরোধ করেছে। সেনাবাহিনী প্রধান গত ১১ থেকে ১৪ মার্চ চার দিনের কুয়েত সফরকালে কুয়েত সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ এর সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় তিনি দ্বিপক্ষীয় সহযোগিতামূলক বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি কুয়েতে নিযুক্ত বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কন্টিনজেন্টের সদস্য সংখ্যা বৃদ্ধির জন্য তাকে অনুরোধ করেছিলেন। আইএসপিআর জানিয়েছে, বর্তমানে কুয়েতে নিযুক্ত বাংলাদেশ সেনাবাহিনীর ওকেপি-৯ কন্টিনজেন্ট সরাসরি কুয়েত সশস্ত্র বাহিনীর অধীনে অত্যন্ত সফলতার সঙ্গে বিভিন্ন ধরনের নির্মাণ কাজে নিয়োজিত রয়েছে।