ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে দূতাবাস রোম পর্তুগাল জাসাসের আলিসবনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের আয়োজনে মহান বিজয় দিবস পালিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা করেছে সম্মিলিত নাগরিক কমিটি ভেনিস বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনফালকনে গরিঝিয়া শাখা ইতালির আয়োজনে বাংলাদেশের ৫৩ তম বিজয় দিবস উদযাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রোমে সিলেট বিভাগ জাতীয়তাবাদী যুবদল গঠন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রবাসীদের নিয়ে পঞ্চগ্রাম প্রবাসী উন্নয়ন ফোরামের ৭৭ বিশিষ্ট কমিটি গঠন সুয়েব এবং রুবিয়াত আফরিনা ১৮তম বিবাহ বার্ষিকী উদযাপন করেছেন অ্যামাজন জঙ্গলে কুলাউড়া বিএনপির দীর্ঘ যুগ পর কোন্দলের অবসান। ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার

সিলেট ওসমানী হাসপাতালে বিড়াল বেডে রোগী ফ্লোরে

ছয়ফুল আলম সাইফুলঃ
  • আপডেটের সময় : ১০:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯
  • / ১১৪৪ টাইম ভিউ

ছয়ফুল আলম সাইফুলঃ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় নৈরাজ্য নিয়মে পরিণত হয়েছে। সিলেট বিভাগের মানুষের শেষ ভরসাস্থল ওসমানী হাসপাতালে আশানুরূপ চিকিৎসা না পাওয়ার অভিযোগ দীর্ঘদিনের। হাসপাতালের নিচতলা থেকে উপরে উঠতে বা ওয়ার্ডে প্রবেশ করতে লাগে টাকা। রোগী ভর্তির পর টাকা না দিলে বেডের পরিবর্তে মিলে ফ্লোরে জায়গা। অথচ দিনের পর দিন বেড খালি পরে থাকে। আর সেই খালি বেডে ঘুমায় বিড়ালের দল। সম্প্রতি হাসপাতাল ঘুরে এমন দৃশ্য দেখা যায়। ওসমানী হাসপাতালে চিকিৎসা নিতে বেশী আসেন অসহায়, গরীব রোগী। আর রেফার্ড নিয়ে বিভিন্ন হাসপাতাল থেকে আসেন সচ্ছল রোগীরা। মূলত সচ্ছল রোগীদের টার্গেট করে চিকিৎসা বানিজ্য রমরমা। সরকারী এ হাসপাতালে পরিক্ষা-নিরিক্ষার জন্য আধুনিক যন্ত্রপাতি থাকলেও প্রয়োজনে ও অপ্রয়োজনে বাহিরের ডায়াগনস্টিক সেন্টার থেকে শুধু কমিশনের লোভে দেয়া হয় ব্যয়বহুল টেস্ট। অর্ধেকের বেশি রোগীকে টেস্টের জন্য পপুলার, মাউন্ট এডোরা ডায়াগনস্টিক সেন্টারসহ নানা স্থানে পাঠানো হয়। হাসপাতালের ওয়ার্ড বয়, দারোয়ান, ক্লিনারদের সাথে অনেক ডাক্তার নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে অতিরিক্ত রোজগারে পেছনে ছুটছেন। অভিযোগ রয়েছে দিনে অধিকাংশ ডাক্তার-নার্সরা রোগীর চেয়ে মোবাইলে সময় বেশি ব্যয় করেন। আর রাত ঘুমিয়ে কাটান। অনেকসময় রোগীর পাশে থাকা আত্মীয়স্বজন রোগীর ছটফট দেখে কর্তব্যরত নার্স বা ডাক্তারকে ডাকলে তারা ধমক দিয়ে তাড়িয়ে দেন বলেও শোনা যায়। এদিকে, টাকা দিয়ে কেবিনে অবস্থান করা রোগীর খোঁজখবর কোনো ডাক্তার বা নার্স নেন না বলে প্রায় শোনা যায়। বারবার বলার পর তাদের ইচ্ছে মত সময়ে তারা রোগী দেখে কেবিনে যে রোগী আছে তা পুনরায় ভুলে যান। চিকিৎসা নিতে আসা অনেকের সাথে কথা বলে জানা যায়, হাসপাতালে টাকা ছাঁড়া ঔষধ, বেড কোনটাই মিলেনা। দামি দামি যন্ত্রপাতি থাকার পরও শুধু কমিশনের লোভে হাসপাতালের বাহিরে ডাক্তারের পছন্দমত ডায়াগনস্টিক সেন্টার থেকে পরিক্ষা করাতে বাধ্য করা হয়। একদিকে যেমন হাসপাতালের যন্ত্রপাতি ব্যবহার না করায় নষ্ট হচ্ছে তেমনি অর্থকষ্টে পরতে হচ্ছে রোগীদের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভুক্তভোগীদের দাবি, সিলেটের কোটি মানুষের ভরসাস্থল এই হাসপাতাল দুর্নীতিমুক্ত করার।

পোস্ট শেয়ার করুন

সিলেট ওসমানী হাসপাতালে বিড়াল বেডে রোগী ফ্লোরে

আপডেটের সময় : ১০:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯

ছয়ফুল আলম সাইফুলঃ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় নৈরাজ্য নিয়মে পরিণত হয়েছে। সিলেট বিভাগের মানুষের শেষ ভরসাস্থল ওসমানী হাসপাতালে আশানুরূপ চিকিৎসা না পাওয়ার অভিযোগ দীর্ঘদিনের। হাসপাতালের নিচতলা থেকে উপরে উঠতে বা ওয়ার্ডে প্রবেশ করতে লাগে টাকা। রোগী ভর্তির পর টাকা না দিলে বেডের পরিবর্তে মিলে ফ্লোরে জায়গা। অথচ দিনের পর দিন বেড খালি পরে থাকে। আর সেই খালি বেডে ঘুমায় বিড়ালের দল। সম্প্রতি হাসপাতাল ঘুরে এমন দৃশ্য দেখা যায়। ওসমানী হাসপাতালে চিকিৎসা নিতে বেশী আসেন অসহায়, গরীব রোগী। আর রেফার্ড নিয়ে বিভিন্ন হাসপাতাল থেকে আসেন সচ্ছল রোগীরা। মূলত সচ্ছল রোগীদের টার্গেট করে চিকিৎসা বানিজ্য রমরমা। সরকারী এ হাসপাতালে পরিক্ষা-নিরিক্ষার জন্য আধুনিক যন্ত্রপাতি থাকলেও প্রয়োজনে ও অপ্রয়োজনে বাহিরের ডায়াগনস্টিক সেন্টার থেকে শুধু কমিশনের লোভে দেয়া হয় ব্যয়বহুল টেস্ট। অর্ধেকের বেশি রোগীকে টেস্টের জন্য পপুলার, মাউন্ট এডোরা ডায়াগনস্টিক সেন্টারসহ নানা স্থানে পাঠানো হয়। হাসপাতালের ওয়ার্ড বয়, দারোয়ান, ক্লিনারদের সাথে অনেক ডাক্তার নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে অতিরিক্ত রোজগারে পেছনে ছুটছেন। অভিযোগ রয়েছে দিনে অধিকাংশ ডাক্তার-নার্সরা রোগীর চেয়ে মোবাইলে সময় বেশি ব্যয় করেন। আর রাত ঘুমিয়ে কাটান। অনেকসময় রোগীর পাশে থাকা আত্মীয়স্বজন রোগীর ছটফট দেখে কর্তব্যরত নার্স বা ডাক্তারকে ডাকলে তারা ধমক দিয়ে তাড়িয়ে দেন বলেও শোনা যায়। এদিকে, টাকা দিয়ে কেবিনে অবস্থান করা রোগীর খোঁজখবর কোনো ডাক্তার বা নার্স নেন না বলে প্রায় শোনা যায়। বারবার বলার পর তাদের ইচ্ছে মত সময়ে তারা রোগী দেখে কেবিনে যে রোগী আছে তা পুনরায় ভুলে যান। চিকিৎসা নিতে আসা অনেকের সাথে কথা বলে জানা যায়, হাসপাতালে টাকা ছাঁড়া ঔষধ, বেড কোনটাই মিলেনা। দামি দামি যন্ত্রপাতি থাকার পরও শুধু কমিশনের লোভে হাসপাতালের বাহিরে ডাক্তারের পছন্দমত ডায়াগনস্টিক সেন্টার থেকে পরিক্ষা করাতে বাধ্য করা হয়। একদিকে যেমন হাসপাতালের যন্ত্রপাতি ব্যবহার না করায় নষ্ট হচ্ছে তেমনি অর্থকষ্টে পরতে হচ্ছে রোগীদের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভুক্তভোগীদের দাবি, সিলেটের কোটি মানুষের ভরসাস্থল এই হাসপাতাল দুর্নীতিমুক্ত করার।