পহেলা বৈশাখে সিলেটী বাউলের গান নিয়ে আসছেন কুমার বিশ্বজিৎ

- আপডেটের সময় : ০৮:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০১৯
- / ১২৯৬ টাইম ভিউ
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ আসন্ন পহেলা বৈশাখে নতুন গান নিয়ে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ। গানটির কথা লিখেছেন বিপ্লব সাহা এবং সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।
কুমার বিশ্বজিৎকে গানটির ভিডিওতে মডেল হিসেবেও দেখা যাবে।
গানটির ভিডিওতে আরও দেখা যাবে ওয়াহিদা মল্লিক জলি, নরেশ ভূঁইয়া, মনোজ কুমার, নাবিলা, মডেল আসিফ খান এবং শাহেদ ফারহানসহ অনেকেই।
এছাড়াও, পহেলা বৈশাখ উপলক্ষে সিলেটের টেকেরহাট অঞ্চলের বাউল সেকেন্ড শাহ’র একটি গান কণ্ঠে তুলে নিয়েছেন কুমার বিশ্বজিৎ।