নৌকার মিছিলে গিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের মৃত্যু
- আপডেটের সময় : ০৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ডিসেম্বর ২০১৮
- / ১১৩৩ টাইম ভিউ
দেশদিগন্ত নিউজ ডেস্ক: রাজধানীর ধানমণ্ডিতে নৌকার মিছিলে গিয়ে রাস্তায় ঢলে পড়েন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো.নজীবুর রহমান। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুপ্রিমকোর্টের আইনজীবী ও রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনায় নিয়োজিত ছিলেন ৬০ বছর বয়সী নজীবুর রহমান।
ঢাকা-১০ আসন আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নির্বাচনী এলাকায় মিছিল করছিলেন। সেই মিছিলে ছিলেন নজীবুর রহমান। মিছিলটি ধানমণ্ডির রাইফেল স্কয়ারে পৌঁছার পর হঠাৎ রাস্তায় ঢলে পড়েন ডেপুটি অ্যাটর্নি জেনারেল। এ সময় তাকে ল্যাবএইড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নজীবুর রহমানকে মৃত ঘোষণা করেন।
ধারণা করা হচ্ছে, নজীবুর রহমান মিছিলের মধ্যে হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যান।
শুক্রবার নজীবুর রহমানের প্রথম জানাজা হবে। দ্বিতীয় জানাজা হবে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে। পরে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করার কথা রয়েছে।