‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া চীন যাচ্ছেন

- আপডেটের সময় : ০২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭
- / ১৫৭৫ টাইম ভিউ
৬৭তম ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে বৃহস্পতিবার চীনের উদ্দেশে দেশ ছাড়বেন জেসিয়া ইসলাম।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে রাজধানীর সোনারগাঁ হোটেলের বলরুমে এক সংবাদ সম্মেলন করা হয়।
সম্মেলনে জানানো হয়, বিশ্বমঞ্চে জেসিয়া ইসলাম বাংলাদেশের ঐতিহ্যবাহী পাটের তৈরি বিভিন্ন পণ্য তুলে ধরবেন। এসব পণ্যের মধ্যে রয়েছে জুতা থেকে শুরু করে সালোয়ার-কামিজ, পাটের জামদানি, পাটের ওপর মুদ্রিত জাতির পিতার ছবিসহ অসংখ্য গিফট আইটেম।
নানা বিতর্ক ও নাটকীয়তার পর চীনে অনুষ্ঠিতব্য ‘মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায়’ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন জেসিয়া ইসলাম।