দুই দশকে কুলাউড়া প্রেসক্লাব
- আপডেটের সময় : ০৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭
- / ১৮৩৭ টাইম ভিউ
দুই দশকে কুলাউড়া প্রেসক্লাব। জমকালো আয়োজনের মধ্য দিয়ে গত ১৭ আগস্ট বৃহস্পতিবার রাতে প্রেসক্লাব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কেক কেটে ২০ বছর পূর্তি উদযাপন করা হয়। প্রেসক্লাবের সভাপতি ও এইবেলার সম্পাদক আজিজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক মানব ঠিকানার বার্তা সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মো. গোলাম রাব্বী। বক্তব্য দেন প্রতিষ্ঠাতা সভাপতি স্বপন কুমার দেব, সিনিয়র সহসভাপতি ও দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম সাজু, দৈনিক দিনকাল প্রতিনিধি মোক্তাদির হোসেন প্রমুখ। এ সময় কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও কাতার প্রবাসী সৈয়দ আবেদ, সাবেক সহ-সাধারণ সম্পাদক ও ইতালি প্রবাসী নাজমুল হোসেন,
কুয়েত থেকে প্রকাশিত দৃষ্টিনন্দন সিলেটের সম্পাদক ও কুয়েতপ্রবাসী শেখ নিজামুর রহমান টিপু এবং যুক্তরাজ্যস্থ কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক দেওয়া হয়। এদিকে প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মো. গোলাম রাব্বীকে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নাজমুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম তনয়, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলাউদ্দিন কবির, দফতর সম্পাদক জসিম চৌধুরী, সদস্য শ্রী বিশ^জিৎ দাস, তাজুল ইসলাম, ফটোসাংবাদিক জুয়েল দেব, দৈনিক মানচিত্রের জেলা প্রতিনিধি শরীফ আহমদ, দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি সেলিম আহমদ,
দৈনিক সংবাদ প্রতিদিনের প্রতিনিধি সৈয়দ আশফাক তানভীর, প্রিয় কুলাউড়ার সম্পাদক এ কে এম জাবের, জিয়াউল হক জিয়া, নাজমুল বারী সুহেল, এস এইচ সৈকত প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা একটি সুন্দর সমাজ বিনির্মাণে সত্য ও ন্যায়ের পে কাজ করেন; যেখানে অর্থের কিংবা স্বার্থের বিষয়টা মুখ্য হিসেবে বিবেচিত হয় না। তাই সাংবাদিকদের সমাজের দর্পণ বলা হয়ে থাকে।
প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক দেওয়া হয় অতিথিদের।