ঢাকা , রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
বর্তমান পরিস্থিতির উপর দেশবাসীকে যে বার্তা দিলেন শায়খ নূরে আলম হামিদী স্বাধিনতা মানে শুধুমাত্র নিজস্ব মানচিত্র অর্জন নয়, চাই বাকস্বাধীনতা ও গণতন্ত্র ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পূর্ব লন্ডনে বড়লেখার সোয়েব আহমেদের সমর্থনে মতবিনিময় সভা ইতালির ভেনিসে গ্রিন সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর জরুরি সভা অনুষ্ঠিত ইতালির ভেনিসে এনটিভির ইউরোপের ডিরেক্টর সাবরিনা হোসাইন কে সংবর্ধনা দিয়েছে ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব পর্তুগালে বেজা আওয়ামীলীগের কর্মি সভা পর্তুগাল এ ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন লিসবনে আত্মপ্রকাশ হয় সামাজিক সংগঠন “গোলাপগঞ্জ কমিউনিটি কেয়ারর্স পর্তুগাল “ উচ্ছ্বাস আর আনন্দে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের উদযাপন করেছে পর্তুগাল যথাযথ গাম্ভীর্যের মধ্যে দিয়ে পরিবেশে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালন করেছে ভেনিস প্রবাসীরা

ছোটপর্দায় কাজ করতে চান আইরিন

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : ০১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০১৭
  • / ১৬৩২ টাইম ভিউ

চিত্রনায়িকা আইরিন অভিনীত নতুন তিনটি চলচ্চিত্র প্রায় শেষের পথে। চলচ্চিত্র তিনটি হচ্ছে বুলবুল জিলানীর ‘রৌদ্রছায়া’, অরণ্য পলাশের ‘গন্তব্য’ এবং শফিকুল ইসলামের ‘ভোলা’।

আইরিন জানান, বুলবুল জিলানীর ‘রৌদ্রছায়া’ চলচ্চিত্রের দুটি গান, দুটি দৃশ্য, অরণ্য পলাশের ‘গন্তব্য’র একটি গান এবং শফিকুল ইসলামের ‘ভোলা’র প্রায় ত্রিশ ভাগ কাজ বাকি আছে। তিনটি চলচ্চিত্রের কাজ শিডিউল সমন্বয় করে আইরিন শিগগিরই তিনটি চলচ্চিত্রের কাজ শেষ করে দেবেন বলে জানালেন। ঈদের আগে হারুনুজ্জামানের নির্দেশনায় নতুন আরেকটি চলচ্চিত্রে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন আইরিন। তবে চলচ্চিত্রের নাম এবং এতে তার বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। তবে এই সময়ে এসে আইরিন ছোটপর্দায় কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন।

যেহেতু তিনি চলচ্চিত্রেই এখন নিয়মিত কাজ করছেন। এ কারণে নাটকে কিংবা টেলিফিল্মে এখন আর অভিনয় করেনই না। কিন্তু অনেক ভালো ভালো গল্পে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তিনি বিগত দিনে। আইরিন বলেন,‘ এতদিন তো শুধু চলচ্চিত্রের কথা ভেবেই ছোটপর্দায় কাজ করিনি। কিন্তু আমি ভালো গল্প পেলে এবং নির্মাতা দক্ষ হলে কাজ করতে পারি। তবে সেটা যে খুব বেশি নিয়মিত তা নয়। বিশেষ বিশেষ দিবসে একটি বা দুটি কাজ করতে পারি। তবে আমার বর্তমান সময়ের শুটিং চলতি চলচ্চিত্রগুলো নিয়ে আমি দারুণভাবে আশাবাদী। কারণ প্রতিটি চলচ্চিত্রের গল্প এবং চরিত্র আমার অনেক পছন্দের। ’

যশোরের নোয়াপাড়ায় বাবা-মায়ের সঙ্গে ঈদ উদযাপন শেষে আইরিন ঢাকায় ফিরেছেন। আগামীকাল একুশে টিভি এবং জিটিভির দুটি টক শো’তে অংশ নেবেন তিনি। ছোটপর্দায় আইরিনকে দর্শক প্রথম দেখেন আফসানা মিমি পরিচালিত ‘পৌষ ফাগুনের পালা’ ধারাবাহিক নাটকে। তবে আইরিন প্রথম নাটকে অভিনয় করেন আশুতোষ সুজনের নির্দেশনায় ‘ম্যান পাওয়ার’ নাটকে। আইরিন অভিনীত ওয়াহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘শেষ কথা; চলচ্চিত্রটি সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে। ডাবিং শেষ করেছেন তিনি সাইফ চন্দনের নির্দেশনায় ‘টার্গেট’ চলচ্চিত্রের কাজ। চিত্রনায়ক আরজু ও আইরিন অভিনীত গাজীউর রহমান পরিচালিত ‘এই তুমি সেই তুমি’ চলচ্চিত্রটি রয়েছে মুক্তির অপেক্ষায়। ঈদের আগে সৈকত নাসিরের নির্দেশনায় আইরিন কাজী শুভ’র ‘বউ এনে দে’ গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। এটি ইউটিউবে পাওয়া যাচ্ছে।

পোস্ট শেয়ার করুন

ছোটপর্দায় কাজ করতে চান আইরিন

আপডেটের সময় : ০১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০১৭

চিত্রনায়িকা আইরিন অভিনীত নতুন তিনটি চলচ্চিত্র প্রায় শেষের পথে। চলচ্চিত্র তিনটি হচ্ছে বুলবুল জিলানীর ‘রৌদ্রছায়া’, অরণ্য পলাশের ‘গন্তব্য’ এবং শফিকুল ইসলামের ‘ভোলা’।

আইরিন জানান, বুলবুল জিলানীর ‘রৌদ্রছায়া’ চলচ্চিত্রের দুটি গান, দুটি দৃশ্য, অরণ্য পলাশের ‘গন্তব্য’র একটি গান এবং শফিকুল ইসলামের ‘ভোলা’র প্রায় ত্রিশ ভাগ কাজ বাকি আছে। তিনটি চলচ্চিত্রের কাজ শিডিউল সমন্বয় করে আইরিন শিগগিরই তিনটি চলচ্চিত্রের কাজ শেষ করে দেবেন বলে জানালেন। ঈদের আগে হারুনুজ্জামানের নির্দেশনায় নতুন আরেকটি চলচ্চিত্রে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন আইরিন। তবে চলচ্চিত্রের নাম এবং এতে তার বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। তবে এই সময়ে এসে আইরিন ছোটপর্দায় কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন।

যেহেতু তিনি চলচ্চিত্রেই এখন নিয়মিত কাজ করছেন। এ কারণে নাটকে কিংবা টেলিফিল্মে এখন আর অভিনয় করেনই না। কিন্তু অনেক ভালো ভালো গল্পে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তিনি বিগত দিনে। আইরিন বলেন,‘ এতদিন তো শুধু চলচ্চিত্রের কথা ভেবেই ছোটপর্দায় কাজ করিনি। কিন্তু আমি ভালো গল্প পেলে এবং নির্মাতা দক্ষ হলে কাজ করতে পারি। তবে সেটা যে খুব বেশি নিয়মিত তা নয়। বিশেষ বিশেষ দিবসে একটি বা দুটি কাজ করতে পারি। তবে আমার বর্তমান সময়ের শুটিং চলতি চলচ্চিত্রগুলো নিয়ে আমি দারুণভাবে আশাবাদী। কারণ প্রতিটি চলচ্চিত্রের গল্প এবং চরিত্র আমার অনেক পছন্দের। ’

যশোরের নোয়াপাড়ায় বাবা-মায়ের সঙ্গে ঈদ উদযাপন শেষে আইরিন ঢাকায় ফিরেছেন। আগামীকাল একুশে টিভি এবং জিটিভির দুটি টক শো’তে অংশ নেবেন তিনি। ছোটপর্দায় আইরিনকে দর্শক প্রথম দেখেন আফসানা মিমি পরিচালিত ‘পৌষ ফাগুনের পালা’ ধারাবাহিক নাটকে। তবে আইরিন প্রথম নাটকে অভিনয় করেন আশুতোষ সুজনের নির্দেশনায় ‘ম্যান পাওয়ার’ নাটকে। আইরিন অভিনীত ওয়াহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘শেষ কথা; চলচ্চিত্রটি সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে। ডাবিং শেষ করেছেন তিনি সাইফ চন্দনের নির্দেশনায় ‘টার্গেট’ চলচ্চিত্রের কাজ। চিত্রনায়ক আরজু ও আইরিন অভিনীত গাজীউর রহমান পরিচালিত ‘এই তুমি সেই তুমি’ চলচ্চিত্রটি রয়েছে মুক্তির অপেক্ষায়। ঈদের আগে সৈকত নাসিরের নির্দেশনায় আইরিন কাজী শুভ’র ‘বউ এনে দে’ গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। এটি ইউটিউবে পাওয়া যাচ্ছে।