১ লাখ টাকার নিচে আবগারি শুল্ক দিতে হবে না : অর্থমন্ত্রী
- আপডেটের সময় : ১০:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০১৭
- / ১৪৭৯ টাইম ভিউ
আসছে ২০১৭-১৮ অর্থবছরে ব্যাংকে সঞ্চিত অর্থে ১ লাখ টাকার নিচে আবগারি শুল্ক দিতে হবে না। তবে এর অধিক সঞ্চিত অর্থের ওপর আরোপ হবে আবগারি শুল্ক। যা ১ জুলাই থেকে কার্যকর হবে। জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।বুধবার জাতীয় সংসদের মুলতবি অধিবেশনে তিনি এসব তথ্য জানান।
তিনি বলেন, এর মধ্যে ১ লাখ থেকে ৫ লাখ টাকায় ১৫০ টাকা, ৫ লাখ থেকে ১০ লাখ টাকায় ৫০০ টাকা হবে। ১০ লাখ টাকা থেকে ১ কোটি পর্যন্ত ২৫০০ টাকা, ১ কোটি থেকে ৫ কোটি পর্যন্ত ১২০০০ টাকা, ৫ কোটি টাকার উর্ধ্বে ২৫০০০ টাকা শুল্ক দিতে হবে। এর আগে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১ লাখ টাকার ওপরে ব্যাংক একাউন্টের জন্য আবগারি শুল্ক ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৮০০ টাকার প্রস্তাব করা হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট বক্তব্যে বলেন, ১ লাখ টাকা পর্যন্ত ব্যাংক আমানতে আবগারি শুল্ক নেই। এছাড়া সঞ্চিত অর্থে আবগারি শুল্ক ৩টি স্তরে নির্ধারণ করতে তিনি অর্থমন্ত্রীকে তাগিদ দেন। প্রধানমন্ত্রী বলেন, এক লাখ ১ টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ৫০০ টাকার বদলে ১৫০ টাকা কাটা হবে, ৫ লাখ ১ টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ৮০০ টাকার স্থলে ৫০০ টাকা কাটা হবে এবং এর ওপরে যা হবে অর্থমন্ত্রী ঠিক করে দেবেন।