মৌলভীবাজারের কুলাউড়ায় ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব

- আপডেটের সময় : ০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
- / ২৩৪ টাইম ভিউ
মৌলভীবাজারের কুলাউড়ায় ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুলাউড়া সরকারি কলেজ শাখার আয়োজনে দু’দিন ব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে কলেজ ক্যাম্পাসে এ উৎসবের উদ্বোধন করেন ছাত্রশিবিরের মৌলভীবাজার জেলা সভাপতি নিজাম উদ্দিন। বৃহস্পতিবার দুপুর ২ টায় এ প্রকাশনা উৎসবের সমাপ্তি হয়।
উক্ত প্রকাশনা উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রশিবিরের মৌলভীবাজার জেলা অর্থ সম্পাদক তোফাজ্জল হোসেন, কুলাউড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আতিকুর রহমান তারেক, সেক্রেটারি আবু বকর শিপন, কুলাউড়া সরকারি কলেজ শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম, সেক্রেটারি আবু সাঈদ লাবিবসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কলেজ শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম জানান, বিভিন্ন প্রকাশনীর মধ্যে ছিলো জুলাই – আগষ্টের গণ-অভ্যুত্থানের ইতিহাস বিজড়িত স্মৃতি চিত্র পঞ্জিকা, ইসলামী বই, ছাত্র সংবাদ, ডায়েরী, চিত্র, দেয়ালিকা, ক্যালেন্ডার ইত্যাদি। দু’দিন ব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসবের স্টলে বই প্রেমীদের প্রচুর ভীড় ছিলো।