লিসবনে আত্মপ্রকাশ হয় সামাজিক সংগঠন “গোলাপগঞ্জ কমিউনিটি কেয়ারর্স পর্তুগাল “
- আপডেটের সময় : ০৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
- / ৪০০ টাইম ভিউ
লিসবনে আত্মপ্রকাশ হয় সামাজিক সংগঠন “গোলাপগঞ্জ কমিউনিটি কেয়ারর্স পর্তুগাল ”
মানবসেবার পদ্ধতি বিভিন্নভাবে মানুষ একে অন্যের পাশে দাঁড়াতে পারে।
সে লক্ষ্যে পর্তুগালের রাজধানী লিসবনে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার পর্তুগালে প্রবাসীদের নিয়ে গঠিত হয় সামাজিক সংগঠন ” গোলাপগঞ্জ কমিউনিটি কেয়ারর্স ,পর্তুগাল”।
গত ১৭ এপ্রিল বুধবার ৯ ঘটিকায় লিসবনের স্হানীয় একটি হোটেলে।
প্রধান আহবায়ক রুহেল আহমেদ সহ যুগ্ম আহবায়ক এমদাদুর রহমান স্বপন সবার আজমল আহমেদ কে সভাপতি ও সুলতান আহমেদ কে সাধারণ সম্পাদক এবং ক্রমানুসারে আহাদুল ইসলাম আমির, রিজভী আহমেদ রনি , আসাদুল ইসলাম সাংগঠনিক করে ৪১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি প্রকাশ করা হয়।
মোস্তাফিজুর রহমান ছোটন সিনিয়র সহসভাপতি , আশরাফ আহমেদ সহ সভাপতি , শাহাজান আহমেদ সহ সভাপতি, শাহিন আহমেদ সোহেল।
জাবেদ মাহমুদ যুগ্ম সাধারণ সম্পাদক, মোস্তাক আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক, আব্দুল্লাহ আল নাইয়ান তানভীর যুগ্ম সাধারণ সম্পাদক, ওয়েছ মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক।
অন্যান্যরা হলেন কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী হোসেন, দপ্তর সম্পাদক মামুন মাহতির, প্রচার ও প্রকাশনা সম্পাদক সেবুল ইসমাইল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাকির হোসাইন, ধর্ম বিষয়ক সম্পাদক নুরুল হক হেলু , প্রবাসী কল্যাণ সম্পাদক নাছির উদ্দিন, বাংলাদেশ বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ।
উপদেষ্টা মন্ডলীতে যাদের নিয়োগ করা হয় তারা হলেন মুহিবুর রহমান মতিক,হারুন উর রশিদ, রফিক উদ্দিন, রুহেল আহমেদ , ইমদাদুর রহমান স্বপন , সোহেল আহমেদ, মাহমুদুর রহমান দ্বারা, আব্দুর রব, এম এ হাকিম মিনহাজ।
বক্তারা বলেন :- গোলাপগঞ্জের প্রবাসীদের কে সুসংগঠিত করে সংঘবদ্ধভাবে কাজ করার জন্য এই কমিটি মনোনীত করা হয়েছে।
প্রবাসে বাংলাদেশীদের সংগঠনের নব যাত্রা মানেই হলো আরও এক বাংলাদেশের প্রতিচ্ছবি। নবগঠিত গোলাপগঞ্জ কমিউনিটি কেয়ার্স এর কার্যক্রম পর্তুগালে বসবাসরত গোলাপগঞ্জ প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে সুশৃঙ্খল ও সুপখের পাথেয় হবে যেতে সহায়ক হিসেবে কাজ করবে।
গোলাপগঞ্জ কমিউনিটি কেয়ারর্স প্রবাসের বুকে সংগঠনের সবাই এলাকার প্রবাসীদের নিয়ে যে যাত্রা শুরু করেছি তা পর্তুগালেৃ প্রতিটি শহরে তার প্রতিফলন ঘটাবো।
এবং আগামী এক বছরের মধ্যে আমাদের সংগঠন হবে আঞ্চলিক সংগঠনসমূহের রোল মডেল। গোলাপগঞ্জের সর্বস্তরের জনসাধারণকে নিয়ে পর্তুগালে সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যয় ব্যাক্ত করেন।