মৌলভীবাজারে বিএনপির মানববন্ধনে ছাত্রলীগ-যুবলীগের হামলায় নাসের রহমান সহ বিএনপির আহত ২০ ও আওয়ামীলীগের আহত ৫
- আপডেটের সময় : ০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
- / ২২৭ টাইম ভিউ
মানববন্ধনের প্রস্তুতিকালে বিএনপি নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ ও যুবলীগের হামলার অভিযোগ উঠেছে। এসময় ধাওয়া পাল্টা ধাওয়ায় বিএনপির নেতা নাসের রহমানসহ উভয়পক্ষের ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত নাসের রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
আজ শনিবার (১১ মার্চ) দুপুরে শহরের কোর্ট রোডস্থ কাশীনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুর ১টার দিকে শুরু হওয়া বিএনপির মানববন্ধনের প্রস্তুতিকালে ছাত্রলীগ ও যুবলীগ দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে এম নাসের রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, জেলা জাসাসের সদস্য সচিব জসিম তালুকদারসহ বিএনপি, ছাত্রদল ও যুবদলের প্রায় ২০ জন আহত হন। পরে উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এসময় ছাত্রলীগ ও যুবলীগের ৫ জন আহত হন। সংঘর্ষ চলাকালে ২টি গাড়ি ভাঙচুর করা করা হয়।
আহতরা স্থানীয় বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেন। মৌলভীবাজার সরকারি স্কুল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরী।
এ নিয়ে শহরে উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মশিউর রহমান জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।