পর্তুগাল এ সড়ক দুর্ঘটনায় নিহত সুনামগঞ্জের মোমিন

- আপডেটের সময় : ০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩
- / ২২৩ টাইম ভিউ
জীবনের তাগিদে কিংবা জীবন সাজাতে দেশ থেকে উচ্চ শিক্ষিতরাও পাড়ি জমাচ্ছে প্রবাসে
।
আর তার একটি অংশ বেশি জোকছে উন্নত বিশ্বের দেশ ইউরোপে।
ইউরোপের দেশগুলোতে যেমন সুযোগ সুবিধা আছে থেমনি বাধাবিপত্তি অনেক।
এবং এ ক্ষেত্রে পর্তুগাল ভালো সুযোগ সুবিধা দিচ্ছে পর্তুগাল।
ইউ কে সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে এসে জড়ো হচ্ছে পর্তুগাল।
কাজের সুবিধা কম থাকায় সাইকেল দিয়েও ডেলিভারিতে জোকছে আগত প্রবাসীরা।
গত ৮ ফেব্রুয়ারি বুধবার আনুমানিক রাত ৯টায় ডেলিভারি কাজে ব্যাবহৃত বাই সাইকেল এক্সিডেন্ট করে ঘটনাস্থলে মোহাম্মদ আবদুল মোমিন নামের এক পর্তুগাল প্রবাসী মৃত্যুবরন গিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার দেশের ঠিকানা হলোঃ গ্রাম- মাদবপুর, পোষ্ট অফিস- ছাতক এবং জেলা সুনামগঞ্জ।
উনার পরিচিত কোন আত্মীয় থাকেন তাহলে দয়া করে নীম্নোক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে 920480569