বর্ণাঢ্য আয়োজনে হাজীপুর ইউনিয়ন ক্রিকেটার্সের কাউন্সিল সম্পন্ন

- আপডেটের সময় : ১১:০০ পূর্বাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২
- / ৩৫৪ টাইম ভিউ
বর্জবর্ণাঢ্য আয়োজনে হাজিপুর ইউনিয়ন ক্রিকেটার্সের কাউন্সিল সম্পন্ন
গতকাল ০৭ অক্টোবর রোজ শুক্রবার হাজীপুরের অন্যতম ক্রীড়া সংগঠন হাজীপুর ইউনিয়ন ক্রিকেটার্সের আহবায়ক কমিটির মাধ্যমে কার্যনির্বাহী কমিটি গঠনের জন্য কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ৩জন করে মোট ২৭ জন কাউন্সিলর ছিলেন।
কাউন্সিলের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচন করা হয়।
সভাপতি পদে ১৫ ভোট পেয়ে নির্বাচিত হন মাহবুবুর রহমান মান্না, এবং তার নিকটতম প্রার্থী শীতাংশু শেখর ভট্টাচার্য শিতু। তিনি পেয়েছেন ১২ ভোট।
সাধারন সম্পাদক পদে ১৫ ভোট পেয়ে নির্বাচিত সাইদুজ্জামান অপু অপর দিকে ১২ ভোট পেয়ে তার নিকটতম প্রার্থী তোয়েল চৌধুরী। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দ তারেক। বিনা প্রতিধন্দীতায় ময়নুল ইসলাম কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন।
আগামী ১৪ ই অক্টোবর শুক্রবার আহবায়ক কমিটি ও নবনির্বাচিত নেতৃবৃন্দের মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।