আগামী দশ দিনে সিলেটে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার কোনো পূর্বাবাস নেই বলে জানিয়েছেন সিলেট পানি উন্নয়ন বোর্ড
- আপডেটের সময় : ০২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
- / ৩৪৯ টাইম ভিউ
আগামী দশদিন সিলেটে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার কোনো পূর্বাবাস নেই বলে জানিয়েছেন সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমদ।
তবে গতকাল মঙ্গলবার (২৬ জুলাই) রাত থেকে Bangladesh weather observation team (boat) এর একটি আগাম বন্যা পূর্বাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘুরতে থাকে থাকে।
তাতে বলা হয়, আগামী ১০-১২ দিন সিলেটসহ দেশের তিন বিভাগে ভারী বৃষ্টিপাত ও উজানের বৃষ্টির কারণে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের নদ-নদীর পানি বাড়তে পারে। এতে সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহীর বন্যা প্রবন নিচু এলাকায় বন্যা পরিস্থিতির তৈরি হতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমদ সিলেট বলেন, ‘এ ধরনের কোনো পূর্বাবাস আমরা পাইনি। এখন নিয়মিত বৃষ্টি হবে। কিন্তু এর কারণে আগামী দশদিনে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার মতো কোনো পূর্বাবাস আমাদের কাছে নেই।