ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নানের মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত কুলাউড়া বিএনপির ১৩ ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষনা, সমন্বয়কদের দায়িত্ব বন্টন কুলাউড়ায় রাজাপুরে বালু উত্তোলন বন্ধ ও সেতু রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত উৎসবমুখর পরিবেশে ইতালির তরিনোতে সিলেট বিভাগ ঐক্য পরিষদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন মৌলভীবাজারের কুলাউড়ায় ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব পর্তুগালে মানবিক সেচ্ছাসেবী সংগঠন “সদিচ্ছা ফাউন্ডেশন” এর লোগো সম্বলিত টি শার্ট উন্মোচন যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে দূতাবাস রোম পর্তুগাল জাসাসের আলিসবনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের আয়োজনে মহান বিজয় দিবস পালিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা করেছে সম্মিলিত নাগরিক কমিটি ভেনিস

(শাবিপ্রবি) শিক্ষার্থী মো. বুলবুল আহমেদ হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : ০২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
  • / ৩০৮ টাইম ভিউ

লেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী মো. বুলবুল আহমেদ (২২) হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার সকালে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. আজবাহার আলী শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের এ কর্মকর্তা জানান, গত সোমবার রাত ও গতকাল মঙ্গলবার সকালে বুলবুল হত্যায় সন্দেহভাজন তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছিল। তাঁদের একজন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। তিনি আরও দুজনের হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা জানিয়েছেন। ওই দুজনকেও গ্রেপ্তার করা হয়েছে। এখন পুলিশ তাঁদের নিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও নিহত শিক্ষার্থীর মুঠোফোন উদ্ধারের জন্য সংশ্লিষ্ট স্থানে যাচ্ছে। গ্রেপ্তার তিনজনের নাম-পরিচয় পরে জানানো হবে বলেও জানান তিনি।
সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গাজী-কালু টিলা লাগোয়া ‘নিউজিল্যান্ড’ এলাকায় বুলবুল ছুরিকাহত হন। পরে তাঁকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত পৌনে আটটার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতেই সিলেট মহানগরের জালালাবাদ থানায় একটি হত্যা মামলা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।

বুলবুল বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি নরসিংদী সদরের নন্দীপাড়া গ্রামে। তিনি বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের ২১৮ নম্বর কক্ষে থাকতেন। বুলবুলের মৃত্যুর সংবাদ পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সোমবার রাত থেকে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও ক্যাম্পাসে নিরাপত্তা বাড়ানোর দাবিতে নানা ধরনের আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন।

পোস্ট শেয়ার করুন

(শাবিপ্রবি) শিক্ষার্থী মো. বুলবুল আহমেদ হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার

আপডেটের সময় : ০২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২

লেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী মো. বুলবুল আহমেদ (২২) হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার সকালে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. আজবাহার আলী শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের এ কর্মকর্তা জানান, গত সোমবার রাত ও গতকাল মঙ্গলবার সকালে বুলবুল হত্যায় সন্দেহভাজন তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছিল। তাঁদের একজন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। তিনি আরও দুজনের হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা জানিয়েছেন। ওই দুজনকেও গ্রেপ্তার করা হয়েছে। এখন পুলিশ তাঁদের নিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও নিহত শিক্ষার্থীর মুঠোফোন উদ্ধারের জন্য সংশ্লিষ্ট স্থানে যাচ্ছে। গ্রেপ্তার তিনজনের নাম-পরিচয় পরে জানানো হবে বলেও জানান তিনি।
সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গাজী-কালু টিলা লাগোয়া ‘নিউজিল্যান্ড’ এলাকায় বুলবুল ছুরিকাহত হন। পরে তাঁকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত পৌনে আটটার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতেই সিলেট মহানগরের জালালাবাদ থানায় একটি হত্যা মামলা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।

বুলবুল বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি নরসিংদী সদরের নন্দীপাড়া গ্রামে। তিনি বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের ২১৮ নম্বর কক্ষে থাকতেন। বুলবুলের মৃত্যুর সংবাদ পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সোমবার রাত থেকে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও ক্যাম্পাসে নিরাপত্তা বাড়ানোর দাবিতে নানা ধরনের আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন।