আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ উৎসব করেছে আওয়ামীলীগ মিলান লোম্বার্দিয়া
- আপডেটের সময় : ০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২
- / ৩৭৫ টাইম ভিউ
আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ উৎসব করেছে আওয়ামীলীগ মিলান লোম্বার্দিয়া
ইতালি প্রতিনিধি
দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বহুল কাঙ্খিত পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আওয়ামীলীগ মিলানো লোম্বারদিয়া শাখা’র উদ্যোগে আলোচনা সভা ও আনন্দ উৎসব উদযাপন করা হয়।সভায় প্রথমেই পদ্মা সেতু ও বৃহত্তর সিলেট অঞ্চলে বন্যা কবলিত মানুষের জন্য মোনাজাত অনুষ্ঠিত হয়। দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র উপেক্ষা করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু পরিকল্পনা ও এ অভূতপূর্ব বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়নের জন্য দেশরত্ন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আওয়ামী লীগ,মিলানো লোম্বারদিয়া শাখা,মহানগর আওয়ামী লীগ ও সমস্ত সহযোগী সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কেক কেটেবিপুল সংখ্যক নেতা কর্মীদের উপস্থিতিতে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।।আলোচনায় অংশ নেয়া প্রত্যেক নেতা কর্মীরা ছিল উৎফুলিত উল্সিত। বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দারিদ্র মুক্ত, ক্ষুধামুক্ত সপ্নের সোনার বাংলা বিনির্মাণে তারই সুযোগ্য কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।মানবতার ফেরিওয়ালা মাননীয় প্রধানমন্ত্রীর অদম্য ইচ্ছা
,দৃঢ় প্রত্যয় ও সূক্ষ্ম পরিকল্পনায় পদ্মা সেতুসহ অনেক মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে এবং অনেক মেগা প্রকল্প বাস্তবায়নের পথে।জননেত্রী শেখ হাসিনার কার্যত ভূমিকার জন্যই দেশ আজ উন্নয়নের মহাসড়কে,দেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃত ।সরকারের ধারাবাহিকতা বজায় রেখে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে অচিরেই উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে সামিল হবে এ আশা ব্যক্ত করে এবং প্রাণপ্রিয় নেত্রীর সুস্থতা ও সুদীর্ঘয়ু কামনা করেন এবং উপস্থিত সকলের মঙ্গল কামনা করে – পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে মধ্যাহ্নভোজ ও মিস্টিমুখের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।
সভাপতিত্ব করেন:মজিবুর রহমান হারিছ (কার্যকরী কমিটির অন্যতম সদস্য)
যৌথভাবে পরিচালনা করেন:সারোয়ার হোসাইন (সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক)
নুর মোহাম্মদ মালেক (সাবেক সদস্য সম্মেলন প্রস্তুত কমিটি)
বক্তব্য রাখেন:সিরাজ খালাসি(সাধারণ সম্পাদক মহানগর আওয়ামী লীগ)
শফি উদ্দিন (সাধারণ সম্পাদক আওয়ামী যুবলীগ)
তোফায়েল আহমেদ খান তপু (সভাপতি আওয়ামী স্চ্ছোসেবক লীগ)
মনজুর হোসাইন(সহ সভাপতি বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা কল্যাণ পরিষদ)
মজিবুর রহমান হাওলাদার(সভাপতি জাতীয় শ্রমিক লীগ)
আরও বক্তব্য রাখেন:বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, রুহুল আমিন হাওলাদার, আব্দুল হাকিম চোকদার,এনায়েত হাওলাদার, ফারুক ফকির, আলম মোকসেদ, রেজাউল খান ভুট্রো,শুভ্র ফকির, মিজানর রহমান,তোতা মোল্লা, তৈয়ব মোল্লা, নুরুল আফছার বাবুল,আলম জাহাঙ্গীর, সাহিনুর রহমান,মোহাম্মদ সিরাজুল ইসলাম, লিয়াকত হোসেন আবির, মামুন মাতুব্বর সহ প্রমূখ।