যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ফয়সাল
- আপডেটের সময় : ০৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২
- / ৪১০ টাইম ভিউ
যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ফয়সাল
যুক্তরাজ্যের আসন্ন স্থানীয় কাউন্সিল নির্বাচনে বার্মিহাম সিটি কাউন্সিলের লজেল্স ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হয়েছেন মোহাম্মদ ফয়সাল। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি তাকে কাউন্সিলার পদে মনোনয়ন দিয়েছে।
এবারের নির্বাচনে পুরো বার্মিংহাম কাউন্সিলে কনজারভেটিভ পার্টি থেকে তিনিই লজেল্সে একমাত্র বাংলাদেশী কাউন্সিলার প্রার্থী। আগামী ৫ মে অনুষ্ঠিত হবে বৃটেনের স্থানীয় কাউন্সিল নির্বাচন।আর এই সিটি কাউন্সিল নির্বাচনে মোহাম্মদ ফয়সাল কে নিয়ে চলছে ব্যাপক আলোচনা।বার্মিহামে প্রবাসী বাংলাদেশীদের সামাজিক কর্মকান্ডে মোহাম্মদ ফয়সাল একটি উজ্জ্বল নাম। সিলেটের বিশ্বনাথে জানাইয়া নোয়াগাও গ্রামে জন্মগ্রহণকারী ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ফয়সাল ব্যবসার পাশাপাশি রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। ১৯৯০ সালে তিনি লন্ডনে পাড়ি দেন।তার পিতার নাম মৃত শরিফ উদ্দিন।ছাত্র জীবন থেকে কনজারভেটিভ পার্টির সাথে যুক্ত মোহাম্মদ ফয়সাল। বিলেতের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত মোহাম্মদ ফয়সাল করোনা মহামারিকালে কমিউনিটির কল্যাণে কাজ করেছেন।
মোহাম্মদ ফয়সাল আশাবাদী, মূলধারার রাজনীতিতেও তিনি সফল হবেন। বাংলাদেশী তথা স্থানীয় কমিউনিটির সকলের সেবায় তিনি কাজ করতে চান। একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে বিশেষ করে, সমাজের তরুন ও যুব সমাজের সম্ভাবনা কাজে লাগাতে চান।বাংলাদেশী প্রবাসীদের সিটি কাউন্সিল নির্বাচনে অংশগ্রহণের অনুরোধ জানিয়ে তিনি সবার নিকট দোয়া প্রার্থনা করেছেন।