স্বাধীনতা দিবসে লস অ্যাঞ্জেলেসে ‘বাংলাদেশ ডে প্যারেড’- শহিদ জিয়ার বর্ণাঢ্য ছবি
- আপডেটের সময় : ০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
- / ৩২৮ টাইম ভিউ
স্বাধীনতা দিবস ২০২২
লস অ্যাঞ্জেলেসে ‘বাংলাদেশ ডে প্যারেড’-এ
স্বাধীনতার ঘোষক শহিদ জিয়ার বর্ণাঢ্য ছবি
বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলেস-বাফলা’র উদ্যোগে প্রতি বছরের ন্যায় এই বছরেও বিনম্র শ্রদ্ধার মধ্যে দিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের ৫১তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বাফলা কর্তৃক আয়োজিত ‘বাংলাদেশ ডে প্যারেড’-এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র ইউনিট অংশগ্রহণ করেছে।
বিশাল শোভাযাত্রায় ক্যালিফোর্নিয়া বিএনপি’র সমর্থক-কর্মী-নেতৃবৃন্দ জাতীয় পতাকা, স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম, মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান এর ছবি-ব্যানার-প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণ করেন।
সমবেত কন্ঠে জাতীয় সংগীতে মুখরিত শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণকালে মনে হচ্ছিলো যেনো বিদেশের মাটিতে ‘এ যেন এক টুকরো বাংলাদেশ’।
মহান স্বাধীনতা দিবসের শোভাযাত্রায় ক্যালিফোর্নিয়া বিএনপি’র সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু, সাধারন সম্পাদক এম. ওয়াহিদ রহমান ও ক্যালিফোর্নিয়া বিএনপি’র সাবেক সভাপতি নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চনের নেতৃত্বে কর্মসূচির সফল পরিসমাপ্তি ঘটে।