হাজীপুর ইউনিয়ন ছাত্র জমিয়তের কাউন্সিল সম্পন্ন:
- আপডেটের সময় : ১১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১
- / ৪৬৩ টাইম ভিউ
হাজীপুর ইউনিয়ন ছাত্র জমিয়তের কাউন্সিল সম্পন্ন:
ছাত্র জমিয়ত বাংলাদেশ কুলাউড়া উপজেলাধীন ১০ নং হাজীপুর ইউনিয়ন ছাত্র জমিয়তের আলোচনা সভা ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। অদ্য (৩ ডিসেম্বর ২০২১) শুক্রবার পিরেরবাজার অস্থায়ী জমিয়ত মিলনায়তনে শাখা আহবায়ক আব্দুল বাছিত সুমনের সভাপতিত্বে সদস্য সচিব হাফেজ আখতারুজ্জামানের সঞ্চালনায় আজকের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা ও কাউন্সিল অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীপুর ইউনিয়ন ছাত্র জমিয়তের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা ছাত্র জমিয়তের সাবেক দায়ীত্বশীল মাওলানা মাহদী হাসান, হাজীপুর-পিরেরবাজার শাখা জমিয়তের আহবায়ক মাওলানা সাইফু্দ্দীন আহমেদ, সদস্য সচিব মাওলানা আব্দুল আজিজ, শ্রীমঙ্গল উপজেলা ছাত্র জমিয়তের আহবায়ক হাফেজ ছালিকুর রশিদ, শরীফপুর ইউনিয়ন ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা ওলিউর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ আব্দুল বাছিত সুমনকে সভাপতি, হাফেজ তাওফিকুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি, হাফেজ আখতারুজ্জামানকে সাধারণ সম্পাদক এবং মাসুম বিন সুলতানকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।