কুলাউড়ায় জাতীয় তরুন সংঘের ঢেউটিন প্রদান
- আপডেটের সময় : ১২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
- / ৫১৮ টাইম ভিউ
কুলাউড়ায় জাতীয় তরুন সংঘের ঢেউটিন প্রদান ।
কুলাউড়ায় অসহায় এক পরিবারকে দুই ব্যান্ডেল ঢেউটিন প্রদান করা হয়েছে। গতকাল ৩ মে সোমবার দুপুরে পৌর শহরের দক্ষিন বাজার এলাকায় জাতীয় তরুন সংঘ কুলাউড়ার পক্ষ থেকে কুলাউড়া পৌর শহরের বাদে মনসুর এলাকায় শরীফ মিয়াকে দুই ব্যান্ডেল ঢেউটিন প্রদান করা হয়েছে।
এসময় উপস্হিত ছিলেন সংগঠনের উপদেষ্টা উপদেষ্ঠা আনোয়ারুল হক লাভলু, সভাপতি আবুল খয়ের ফয়সল,সহ-সভাপতি শফিক মিয়া আফিয়ান, কোষাধ্যক্ষ আব্দুর রহিম লিটন প্রমুখ ।
সংঘটনের সভাপতি আবুল খয়ের ফয়সাল বলেন কুলাউড়ার প্রাচীনতম সংঘটন হলো জাতীয় তরুন সংঘ. সেক্ষেত্রে সেই সংঘটনের সাবেক সভাপতি সাধারন সম্পাদক সহ সদস্যরা বিশ্বের বিভিন্ন দেশে অবস্হান করলেও তাদের সংঘটনের প্রতি ভালোবাসা সক্রিয়তা এখনও সেই আগের মতই আছে ।তাদের সহযোগিতায় আমরা এসব কার্যক্রম অব্যাহত রাখবো ইনশাল্লাহ ।