নারী ক্ষমতায়নে কারিতাস এসডিডিবি প্রকল্পের সভা
- আপডেটের সময় : ০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
- / ৩৮১ টাইম ভিউ
কারিতাস সিলেট অঞ্চল এসডিডিবি প্রকল্পের আয়োজনে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের কালিটি চা-বাগানে প্রতিবন্ধী নারীর ক্ষমতায়নের জন্য ইউনিয়ন নারী ফোরামের পরিসেবা ও উন্নয়নমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কর্মধা ইউনিয়ন পরিষদের ৯নং ওর্য়াডের কালিটি চা-বাগানে দিনব্যাপী অনুষ্ঠিত এ সভায় অংশ নেন নারী ফোরামের সদস্য-সদস্যাবৃন্দ। সকালে সার্বজনীন প্রার্থনা ও পরিচিতি পর্বের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এতে অংশ নেন রিজয় সুটিং ও পুরবী অলমিক। স্বাগত বক্তব্য দেন নারী ফোরাম সদস্য মাধবী অলমিক। সভার উদ্দ্যেশ্য নিয়ে আলোকপাত করেন কারিতাস এসডিডিবি প্রকল্পের কুলাউড়া শাখার ফিল্ড এনিমেটর রিজয় সুটিং ও নারী ফোরামের সদস্য বীনা অলমিক। তাঁরা চেয়ারম্যান -মেম্বারের সাথে সম্পর্ক স্থাপন ও কিভাবে যোগাযোগ বৃদ্ধি করা যায় তা উল্লেখ করেন। একত্রিত হয়ে তাদের (প্রতিবন্ধীদের) অধিকার আদায়ের কৌশলগুলো নিয়ে আলোচনা করেন। এছাড়াও তাদের যত্নের বিষয়গুলো নিয়েও আলোচনা করা হয়। সমাপনী আলোচনায় অংশ নেন নারী ফোরামের সহ-সভাপতি অর্চনা ব্রেস্রা। সবশেষে অংশগ্রহণকারী প্রত্যেকের হাতে ৫টি করে ফলজ ও ঔষধি গাছের চারা তুলে দেয়া হয়।#