ঢাকা , রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
বিএনপি পর্তুগাল শাখার উদ্যোগে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত! বন্যার্ত মানুষের ত্রান তহবিলের জন্যে ৬ লাখ পঞ্চাশ হাজার টাকা ঘোষণা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বেজা শাখার কর্মি সম্মেলন অনুষ্ঠিত বিমানের নতুন চেয়ারম্যান কুলাউড়ার আব্দুল মুয়ীদ চৌধুরী খালেদা জিয়ার সুস্থতা ও ২৪ কোটা আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা দোয়া মাহফিল পর্তুগালে রাজনগর প্রবাসী ওয়েলফেয়ার সোসাইটির আত্মপ্রকাশ পর্তুগাল বিএনপি’র আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বরণে দোয়া ও মাহফিল সম্পন্ন বিমূর্ত সব মুর্হুতরা, আমার মা’য়ের সাথের শেষ শনিবার – শাহারুল কিবরিয়া বাংলাদেশে কোটা আন্দোলনে হত্যার প্রতিবাদে পর্তুগালে বিক্ষোভ করেছে বাংলাদেশী প্রবাসীরা প্রিয়জনদের মানসিক রোগ যদি আপনজন বুঝতে না পারেন আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে

দীর্ঘদিনের দাবি আদায় হলো, সিসিক’র আওতায় শাবি

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : ১১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০
  • / ৭৬০ টাইম ভিউ

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পরিধি নতুনভাবে সম্প্রসারণ হওয়ায় এর অন্তর্ভুক্ত হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। সিসিক সম্প্রসারণের জন্য এক গণবিজ্ঞপ্তি জারি করেছে সিলেট জেলা প্রশাসন। এতে শাবিপ্রবিও অন্তর্ভুক্ত হয়েছে।

অন্তর্ভুক্তির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের দাবি ছিল শাবিপ্রবিকে সিলেট সিটি করপোরেশন এলাকায় অন্তর্ভুক্ত করার। অবশেষে সিলেট জেলা প্রশাসন গণবিজ্ঞপ্তি জারি করেছে। এতে আমাদের বিশ্ববিদ্যালয়ও অন্তর্ভুক্ত হয়েছে। আশা করি এই অন্তর্ভুক্তির ফলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজ আরও ত্বরান্বিত হবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘শিক্ষকদের দীর্ঘদিনের দাবি এবং আমাদের প্রচেষ্টার ফলে শাবিপ্রবি সিসিক’র অন্তর্ভুক্ত হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। আশা করি সামনে এটি আমাদের জন্য সুদিন বয়ে আনবে। এ অন্তর্ভুক্তির সুফল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সকলে ভোগ করবে।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের রাস্তাঘাট মেরামত, লাইটিংসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করি। অনেক উন্নয়নমূলক কাজ আছে যেগুলো বিশ্ববিদ্যালয়ের বাজেট দিয়ে করা সম্ভব হয়ে ওঠে না। তবে সিসিক’র বাজেট অনেক বড়। তা থেকে যদি আমরা কিছু অংশ পাই তাহলে আমাদের উন্নয়ন কাজগুলো আরও সুন্দর ও টেকসইভাবে করা সম্ভব হবে। এতে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজগুলোকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়া যাবে।’

দীর্ঘদিনের এ দাবি পূরণ করতে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পাওয়ার পর থেকে বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন। এ নিয়ে সিলেট সিটি করপোরেশনের সঙ্গেও বেশ কয়েকবার আলোচনা করেছিলেন তিনি। অবশেষে সিলেট-১ আসনের সাংসদ ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন নগরের আয়তন বাড়ানোর প্রস্তাবে একাত্মতা পোষণ করে এর করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন। সবমিলিয়ে দীর্ঘদিন পর শাবিপ্রবি সিসিক’র অন্তর্ভুক্তির বিষয়টি আলোর মুখ দেখছে।

পোস্ট শেয়ার করুন

দীর্ঘদিনের দাবি আদায় হলো, সিসিক’র আওতায় শাবি

আপডেটের সময় : ১১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পরিধি নতুনভাবে সম্প্রসারণ হওয়ায় এর অন্তর্ভুক্ত হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। সিসিক সম্প্রসারণের জন্য এক গণবিজ্ঞপ্তি জারি করেছে সিলেট জেলা প্রশাসন। এতে শাবিপ্রবিও অন্তর্ভুক্ত হয়েছে।

অন্তর্ভুক্তির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের দাবি ছিল শাবিপ্রবিকে সিলেট সিটি করপোরেশন এলাকায় অন্তর্ভুক্ত করার। অবশেষে সিলেট জেলা প্রশাসন গণবিজ্ঞপ্তি জারি করেছে। এতে আমাদের বিশ্ববিদ্যালয়ও অন্তর্ভুক্ত হয়েছে। আশা করি এই অন্তর্ভুক্তির ফলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজ আরও ত্বরান্বিত হবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘শিক্ষকদের দীর্ঘদিনের দাবি এবং আমাদের প্রচেষ্টার ফলে শাবিপ্রবি সিসিক’র অন্তর্ভুক্ত হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। আশা করি সামনে এটি আমাদের জন্য সুদিন বয়ে আনবে। এ অন্তর্ভুক্তির সুফল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সকলে ভোগ করবে।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের রাস্তাঘাট মেরামত, লাইটিংসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করি। অনেক উন্নয়নমূলক কাজ আছে যেগুলো বিশ্ববিদ্যালয়ের বাজেট দিয়ে করা সম্ভব হয়ে ওঠে না। তবে সিসিক’র বাজেট অনেক বড়। তা থেকে যদি আমরা কিছু অংশ পাই তাহলে আমাদের উন্নয়ন কাজগুলো আরও সুন্দর ও টেকসইভাবে করা সম্ভব হবে। এতে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজগুলোকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়া যাবে।’

দীর্ঘদিনের এ দাবি পূরণ করতে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পাওয়ার পর থেকে বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন। এ নিয়ে সিলেট সিটি করপোরেশনের সঙ্গেও বেশ কয়েকবার আলোচনা করেছিলেন তিনি। অবশেষে সিলেট-১ আসনের সাংসদ ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন নগরের আয়তন বাড়ানোর প্রস্তাবে একাত্মতা পোষণ করে এর করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন। সবমিলিয়ে দীর্ঘদিন পর শাবিপ্রবি সিসিক’র অন্তর্ভুক্তির বিষয়টি আলোর মুখ দেখছে।